সিলেট ব্যুরো:
সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীর স্ত্রী সামা হক চৌধুরী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। আজ মঙ্গলবার (২ জুন) সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় ফলাফল পজিটিভ আসে।
সিলেট সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. জাহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। সামা হক চৌধুরী বর্তমানে বাসায় আছেন এবং সুস্থ আছেন বলে জানিয়েছেন তিনি।
আরো পড়ুন :অর্ধ লাখ ছাড়িয়েছে শনাক্ত সংখ্যা, মৃত্যু ৭০৯
এর আগে সিটি করপোরেশনের মেয়রের ব্যক্তিগত সহকারী মুহিবুল ইসলাম ইমন করোনাভাইরাসে আক্রান্ত হন। কিছুদিন আগে সিটি করপোরেশনের সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরানের সহধর্মিনী আসমা কামরানও করোনাভাইরাসে আক্রান্ত হন। তিনিও বাসায় আছেন।