শাহজাদা মিনহাজ
লোহাগাড়া চট্টগ্রাম
চট্টগ্রামের ফৌজদার হাটে স্থাপিত বিআইটিআইডিতে মঙ্গলবার (৫ মে) রাতে করোনার নমুনা পরীক্ষায় লোহাগাড়ায় পটুয়াখালির যুবকের কোভিট-১৯ পজেটিভ।
এ নিয়ে লোগাগাড়া উপজেলায় করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা তিন জন।
বিষয়টি নিশ্চিত করে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ হানিফ বলেন আক্রান্ত ব্যক্তি যুবক, বয়স ১৯। সে লোহাগাড়া সদর ১ নং ওয়ার্ড চৌধুরী রোডস্থ আমিনের বিল্ডিং(প্রকাশ লাকড়ি আমিনের বিল্ডিং) এ ভাড়া থাকে।
জানা যায়, আক্রান্ত যুবক লোহাগাড়া সদর আমিন বির্ডিংএ ব্যাচলর ভাড়া বাসায় থাকেন। পেশায় একটি প্রাইভেট কোম্পানীতে চাকুরী করেন। সে বরিশাল পটুয়াখালি এলাকার বামিন্দা বলে জানান বাড়ির মালিক আমিন।