সালাহ উদ্দিন সালাম, কক্সবাজার :
কক্সবাজারে ১৪ ই মে ১৮৬ জনের সেম্পল টেস্ট এর মধ্যে ১২ জনের পজেটিভ রিপোর্ট আসে । যার মধ্যে ২ জন রোহিঙ্গা, তারা দুইজনই রোহিঙ্গা শরনার্থী ক্যাম্পের। কক্সবাজার মেডিক্যাল কলেজের ল্যাব থেকে এই রিপোর্ট আসে।
দেশের করোনার প্রভাব শুরু থেকে কক্সবাজারে জন মনে আতংক বিরাজ করেছিলো যে কোন ভাবে যদি রোহিঙ্গা শরনার্থী ক্যাম্পে করোনা বিস্তার করে তবে তা খুবই বিপজ্জনক হবে কক্সবাজার তথা পুরো দেশের জন্য৷ এই আতংকের মধ্যেই ১৪ ই মে সনাক্ত হয় ২ জন শরনার্থী রোহিঙ্গা।
উল্লেখ্য যে, ইতিমধ্যে রোহিঙ্গা ক্যাম্পে এন জি ও তে কর্মরত অনেক এন জি ও কর্মী করোনায় আক্রান্ত হয় যেখানে একজন ডাক্তারও ছিলো৷ এদিকে প্রথম বারের মত ২ জন রোহিঙ্গা করোনা সনাক্ত হওয়ায় এন জি ও কর্মীদের মধ্যে আতংক আরো বাড়িয়ে দেয়।