–হুমায়ুন কবির।
কক্সবাজারের পেকুয়ায় আরো ১জন করোনারোগী সনাক্ত,এই নিয়ে মোট ৩জন করোনা রোগী। পেকুয়া বাজারের ফার্মেসী ব্যবসায়ী মোঃ কায়েস করোনায় আক্রান্ত হয়েছেন। তিনি বারবাকিয়া ইউনিয়নের সবজীবন পাড়া ও পেকুয়া বাজারের পুপুলার ফার্মেসীর মালিক মোস্তাক আহমদের ছেলে।
পেকুয়া স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য কর্মকর্তা ছাবের আহমদ এ তথ্য নিশ্চিত করেন। তিনি আরো বলেন পেকুয়া বাজারে আগত মানুষজন সামাজিক দুরত্ব বজায় না রাখা, করোনা ভাইরাসকে গুরুত্ব না দেয়ার কারণে সামনের দিনগুলোতে রোগীর সংখ্যা আরো বাড়তে পারে। সর্বশেষ পেকুয়া বাজারের ফার্মেসী ব্যবসায়ীর শরীরে করোনা সনাক্ত হয়েছে। যার কারণে পেকুয়া বাজার খুব ঝূ্ঁকিপূর্ণ হয়ে পড়েছে। আপনারা খুব সতর্কভাবে চলাফেরা করুণ, অপ্রয়োজনীয়ে ঘর থেকে বের হওয়ার দরকার নাই। ঘরে থাকুন ও সুস্থ থাকুন।
পেকুয়া থানার ওসি কামরুল আজম বলেন, পেকুয়া বাজারের দোকান ও তার বাড়ি লকডাউন করা হচ্ছে। আপনারা সর্তকতা অবলম্বন করুন এবং প্রয়োজন ছাড়া ঘরের বাহির হবেন না।