মোঃ মেহেদী হাসান, স্টাফ রিপোর্টারঃ
নওগাঁর পত্নীতলায় নজিপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক , দৈনিক খোলা কাগজ ও দৈনিক আলোকিত সকাল পত্রিকার উপজেলা প্রতিনিধি সাংবাদিক মো : মাসুদ রানা করোনায় আক্রান্ত নয়।
উল্লেখ ১লা মে এমপি শহীদুজ্জামান সরকার করোনা পজেটিভ হয় তার সংস্পর্শে আসা উপজেলার ১৫ জন ব্যক্তি গত ২ মে নমুনা পরীক্ষা করতে দেন এদের মধ্যে দুই পুলিশ কর্মকর্তা আক্রান্ত হন । ৪ মে সকালে ওসির কার্যালয়ে সাংবাদিক মাসুদ রানা’র সাক্ষাত হয় এজন্য তাদের মধ্যে কন্ট্রাক্ট ট্রান্সমিউশন হতে পারে ও তার শরীরে হালকা জ্বর অনুভব হয় এ জন্য ৭ মে এ সাংবাদিক পরীক্ষার জন্য নমুনা দেন চিকিৎসকরা সেটা ঢাকা আইইডিসিআর এ পাঠান ১১ মে রেজাল্ট আসে নেগেটিভ ।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিসংখ্যান শাখা সূত্রে জানা যায় প্রথমে দুই পুলিশ কর্মকর্তা, এরপর আরো ৪ জন করোনায় আক্রান্ত হন উপজেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা হলো ০৬ জন, এ পর্যন্ত মোট নমুনা সংগ্রহ হয়েছে ২৫৬ জন ধারাবহিকভাবে সে রেজাল্টগুলো আসতেছে । এদের মধ্যে দুজন মানিক হোসেন (১৭) ও মুরাদ (১৮) আইসোলেশনে ভর্তি আছেন ।
আক্রান্তরা হলেন পত্নীতলা থানার অফিসার ইনচার্জ ( ওসি) পরিমল চক্রর্বতী ও পরিদর্শক (তদন্ত) হাবিবুর রহমান ও তাঁর স্ত্রী আন্জুমান (৪২), পুলিশ কনস্টবল ওসির গাড়ীর চালক বাবুল (২৪), ও মানিক (১৭) মুরাদ (১৮ ) এরা দুজন ঢাকা ফেরত পত্নীতলার হরিপুর ও ডাসনগর গ্রামের বাসিন্দা।
থানার ওসি বলেন তিনি শারীরিকভাবে সুস্থ আছেন বাসায় হোমকোয়ারেন্টাইনে আছে, খুব তারাতারি তিনি স্বাভাবিক জীবনে ফিরে আসবেন । তিনি সকলের কাছে দোয়া চেয়েছেন।
উপজেলা স্বাস্থ্যও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: এস এম খালিদ সাইফুল্লাহ করোনা আক্রান্তের বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন।