মো.সফিকুল আলম দোলন,প্রতিনিধি,পঞ্চগড় ঃ
পঞ্চগড়ে নতুন করে তেঁতুলিয়া মডেল থানার ওসি তার স্ত্রী, পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের এক চিকিৎসক সহ ৪ জনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।এ নিয়ে জেলার ৫ উপজেলায় মোট করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা দাড়িয়েছে ১৪৬ জনে, এ পর্যন্ত জেলায় ৩ জনের মৃত্যু ও ১২০ জন সুস্থ্য হয়ে নিজ নিজ বাড়ি ফিরেছেন।
বুধবার (১লা জুলাই) রাতে নতুন করে তেঁতুলিয়া মডেল থানার ওসি তার স্ত্রী ও পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের এক চিকিৎসক সহ ৪ জনের করোনা শনাক্তের বিষয়টি নিশ্চিত করেছেন, পঞ্চগড় সিভিল সার্জন ডা.মো.ফজলুর রহমান।
করোনায় শনাক্ত হওয়ার রিপোর্ট পাওয়ার পরপরই তেঁতুলিয়া মডেল থানা ও পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে বাড়তি সতর্কতা জারিসহ ওই থানার ওসি ও হাসপাতালের কোয়াটারসহ নতুন করে শনাক্ত হওয়া ৪ জনের বাড়ি লকডাউন করেছে প্রশাসন।
পঞ্চগড় জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, নতুন করে করোনায় শনাক্ত হওয়া ওসি ও তার স্ত্রীর করোনার লক্ষণ দেখা দিলে তাদের ২ জনকে হোম কোয়ারেন্টাইনে রেখে গত ২৯ জুন নমুন সংগ্রহ করে অন্যদিকে পৃথক ভাবে স্বাস্থ্য বিভাগ পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের এক চিকিৎসক সহ ২ জনের শরীর থেকে গত ৩০ জুন নমুনা সংগ্রহ করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে প্রেরণ করলে বুধবার (১লা জুলাই) রাতে তেঁতুলিয়া মডেল থানার ওসি তার স্ত্রী ও এক চিকিৎসক সহ ৪ জনের নমুনার রিপোর্ট পজেটিভ আসে। তবে তারা সবাই সুস্থ্য ও নিজ নিজ বাড়িতে আছেন ।