ডিমলা(নীলফামারী)ঃ
নীলফামারীর ডিমলায় সাংবাদিকসহ একদিনে করোনায় আক্রান্ত হয়েছে ১৬ জন। এ নিয়ে উপজেলায় মোট আক্রান্তের সংখ্যা ৪২জন দাড়ালো।
ডিমলা উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা সারোয়ার আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গত ১০জুন(বুধবার) পয্যন্ত ডিমলা উপজেলার মোট ৩৯২ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষাগারে পাঠানো হয়। প্রাপ্ত রিপোর্ট ৩৬০জনের মধ্যে বুধবার রাতে ডিমলা উপজেলা সদরে একজন সাংবাদিকসহ ব্যবসায়ী ৮জন, পশ্চিমছাতনাই ইউনিয়নের ২জন, খগাখড়িবাড়ী ইউনিয়নে ২জন ও বালাপাড়া ইউনিয়নে ৪জনের শরীরে করোনাভাইরাস পজেটিভ আসলে। বুধবার রাতেই আক্রান্তদের বিভিন্ন আইসলোশনে রাখা হয়। এ নিয়ে উপজেলায় মোট করোনায় আক্রান্তের সংখ্যা দাড়ালো ৪২জনে।
ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়শ্রী রানী রায় বলেন, বৃহঃবার বিকেল হতে নিদৃষ্ট সময়ে শুধুমাত্র ঔষধ ও কাচাবাজার বাদে আক্রান্ত ব্যক্তিদের বাড়ী ব্যবসা প্রতিষ্ঠানসহ ডিমলা উপজেলা সদরের বাবুরহাট বাজার পরবর্তী নির্দেশ না দেয়া পয্যন্ত লকডাউন ঘোষনা করা হয়েছে।