ঢাকাবুধবার , ৩ ডিসেম্বর ২০২৫
  1. সর্বশেষ

চট্টগ্রামের খুলশীর বাসায় টিকাদানের ছবি ফেসবুকে দিয়ে যুবক আটক

প্রতিবেদক
admin
৯ আগস্ট ২০২১, ৭:১৫ অপরাহ্ণ

Link Copied!

ডি এইচ মনসুর, চট্টগ্রাম :

চট্টগ্রামের পটিয়ায় স্বাস্থ্যকর্মীর টিকা নিয়ে লন্কা কাণ্ডের রেশ কাটতে না কাটতেই এবার মহানগরীর খুলশী এলাকার একটি বাসায় নিয়ে টিকা দেয়ার ঘটনা ঘটেছে। টিকার জন্য হাহাকারের মধ্যেই খোদ বাসার ভেতর টিকা গ্রহণের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট দিয়ে শেষ পর্যন্ত পুলিশর হাতে আটক হয়েছে এক যুবককে।

গত রোববার মধ্যরাতে মহনগরীর খুলশী থানার জাকির হোসেন রোডের বাই লেইনের একটি অভিজাত বাসা থেকে টিকাগ্রহণকারী পোস্টদাতাকে আটক করা হয় । বিষয়টি নিশ্চিত করেছেন খুলশী থানার ওসি মোহাম্মদ শাহিনুজ্জামান।

এর আগে শনিবার ‘এমডি হাসান’ নামে নামে নিজ ফেসবুক হ্যান্ডেলে টিকা গ্রহণের ছবি পোস্ট করে হাসান লেখেন ‘ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। অশেষ ধন্যবাদ প্রিয় বন্ধু মো. মোবারক আলীকে কোভিড ভ্যাকসিন প্রদানে সহায়তা করার জন্য। আলহামদুল্লিাহ মর্ডানার ১ম ডোজ সম্পন্ন।’

এই বিষয়টি গোয়েন্দা সংস্থা, পুলিশ ও স্বাস্থ্যবিভাগের নজরে আসলে রোববার রাতেই জিজ্ঞাসাবাদের জন্য তাকে আটক করা হয়। যদিও হাসান নিজেই রোববার তার আইডি থেকে সেই পোস্ট সরিয়ে নেয়।

পুলিশ জানায়, খুলশীর জাকির হোসেন রোডের বাইলেনে পিএডিএল গার্ডেনিয়া ভবনের বাসিন্দা।
হাসান জানান মোবারক আলী বিভিন্ন সামাজিক কার্যক্রমে যুক্ত থাকার পাশাপাশি রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয়। হাসানের দেওয়া পোস্টে ‘আলী সিটিজি’ নামে এক ব্যক্তিকে ট্যাগ করেন। পুলিশের ধারণা আলী সিটিজি ব্যাক্তিই হয়তো সেই মোবারক আলী। যিনি এই ভ্যাকসিনের যোগান দিয়েছেন।

খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুর রহমান জানান, ‘মো. হাসানকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। তার জিজ্ঞাসাবাদে এক ব্যাংকারের নাম বলেছে। তাকেও জিজ্ঞাসাবাদ করা হবে। এর সাথে যারাই জড়িত থাকবে, তাদের আটক করা হবে। এ বিষয়ে পরবর্তীতে জানানো হবে।

আরও পড়ুন

হাসপাতালে বেগম খালেদা জিয়াকে দেখার পর কি বললেন জামায়াত আমীর?

বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় কাপাসিয়া প্রেসক্লাবে বিশেষ দোয়া মাহফিল

কাপাসিয়ায় গাছ কেটে অবৈধভাবে কয়লা তৈরি করার দু’টি চুল্লী ধ্বংস করেছে উপজেলা প্রশাসন

রাউজানের ডাবুয়ায় খালেদা জিয়ার সুস্থতার জন্যে খতমে কুরআন ও দো’য়া মাহ’ফিল

বাঁচতে চায় ব্লাড ক্যান্সারে আক্রান্ত কুবি শিক্ষার্থী অনন্যা

২০২৪-২৫ সেশনের ক্লাস শুরু এবং ৫ দফা দাবি ইডেন শিক্ষার্থীদের

কুবি’র বিজয়-২৪ হলে কালচারাল এন্ড স্পোর্টস উইকের উদ্বোধন

চকরিয়ায় স্বামীর নির্যাতন ও প্রাণনাশের হুমকির অভিযোগ

দোয়ারাবাজারে পরিবার পরিকল্পনা কর্মীদের কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি

বেগম জিয়া দেশের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি, সরকারের প্রজ্ঞাপন

বেগম জিয়া দেশের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি, সরকারের প্রজ্ঞাপন

১১ পেজ ও আইডির বিরুদ্ধে ডিবি কার্যালয়ে মামলা করলেন সাদিক কায়েম

সেন্টমার্টিন থেকে শাহপরীরদ্বীপ আসার পথে স্পিডবোট উল্টে মা-মেয়ের মৃত্যু,আহত-২