নিজস্ব প্রতিবেদকঃ
চট্টগ্রামে করোনা উপসর্গ নিয়ে মারা যাওয়া কুতুবদিয়ার এক নারীর দাফন সম্পন্ন করেছে কুতুবদিয়া উপজেলা প্রশাসন।
জানা যায়, উপজেলার আলী আকবর ডেইল ইউনিয়নের ঘাটকুল পাড়া গ্রামের শফি আলমের কন্যা সেকুপা আক্তার প্রকাশ সুমি (২২) করোনা উপসর্গ নিয়ে চট্টগ্রামে মারা যান। সে চট্টগ্রামের পতেঙ্গায় পোশাক শ্রমিকের কাজ করত। সোমবার (১ জুন) তার মরাদেহ কুতুবদিয়া আনা হলে উপজেলা প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে পুলিশ ও ইসলামিক ফাউণ্ডেশনের সহযোগিতায় বিকেলে স্বাস্থ্যবিধি মেনে গ্রামের বাড়িতে তার নামাযে জানাযা সম্পন্ন করা হয়। পরে উপজেলা স্বাস্থ্য বিভাগের মাধ্যমে করোনার প্রয়োজনীয় নমুনা সংগ্রহ সম্পন্ন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ হেলাল চৌধুরী, কুতুবদিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ দিদারুল ফেরদাউস,ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) খোকন চন্দ্র দাশ।