ঢাকামঙ্গলবার , ১৪ মে ২০২৪
  1. সর্বশেষ

করোনা আক্রান্তে খুলনা বিভাগে যশোর শীর্ষে, এখনই লকডাউনের দাবি

প্রতিবেদক
নিউজ এডিটর
২৬ এপ্রিল ২০২০, ১২:৩২ অপরাহ্ণ

Link Copied!

যশোরে নতুন আক্রান্ত ১৪

জেমস আব্দুর রহিম রানা, যশোর :

গোটা দেশ আজ করোনার কাছে ধরাশায়ী। দিনদিন বাড়ছে মৃত্যু সংখ্যা।
একজন থেকে এখন দেড়শো ছুঁই ছুই(১৪০)।
মানুষ আক্রান্ত হচ্ছে মুড়ি মুড়কির মত। পাঁচহাজার পেরিয়ে গেছে ।
ঢাকা থেকে শুরু পরে আশপাশের এলাকা। এরপর গোটা দেশ আজ করোনার ছোবলে কুপোকাত। কিন্তু কয়েকদিন আগেও যশোর জেলা অনেকটা নিরাপদ ছিলো। কিন্তু
কয়েকদিনের ব্যবধানে খুলনা বিভাগের শীর্ষে অবস্থান করছে এখন যশোর জেলা।
সূত্রমতে, যশোর ঝিনাইদহ ও নড়াইলসহ বৃহত্তর যশোরাঞ্চলে প্রতিদিনই বাড়ছে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা। এরফলে জনমনে উদ্বেগ-উৎকন্ঠা বৃদ্ধি পাচ্ছে। গত ২৪ ঘন্টায় বৃহত্তর যশোরের ৪ জেলায় নতুন করে ২৭ জনের দেহে করোনা ভাইরাসের উপস্থিতি মিলেছে।

খুলনা বিভাগের সর্বশেষ তথ্য মতে, আক্রান্ত ৭৩
জনের মধ্যে যশোরেই ২৯জন। যা প্রায়
মোট আক্রান্তের অর্ধেকাংশ। এমতাবস্তায় গোটা জেলাকে লকডাউনের আওতায় আনার সময় এসেছে বলে দাবি করছেন অনেকে।
সূত্র জানায়, যশোরে হুহু করে বাড়ছে কারোনা রোগীর সংখ্যা। রবিবার (২৬ এপ্রিল) এক দিনেই ১৪ জন নতুন রোগী শনাক্ত হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন যশোরের সিভিল সার্জন শেখ আবু শাহিন।

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয়টির ল্যাবে রবিবার আরো ২৭ জনের কোভিড-১৯ পজেটিভ ধরা পড়ে।
এর মধ্যে যশোরের ৪২টি নমুনার মধ্যে ১৪টি, ঝিনাইদহের ১৫টি নমুনার মধ্যে ৮টি, নড়াইলের ৪টি নমুনার মধ্যে ৩টি, মাগুরার ৫টি নমুনার মধ্যে ২টিসহ মোট ৬৬টি নমুনা পরীক্ষা করে ২৭টি নমুনায় কোভিড-১৯ পজেটিভ পাওয়া গেছে।
এছাড়া খুলনার পরীক্ষা কেন্দ্রে শনাক্ত হয়েছে ৮ জন। যারমধ‍্যে দুই জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
এর আগে শনিবার যশোরে ৯ জনের করোনাভাইরাস শনাক্ত হয়। মাত্র ৪১ টি নমুনা পরীক্ষা করেই ৯ জনের শরীরের এই মারাত্মক জীবাণুর অস্তিত্ব মেলে।

শনিবার পর্যন্ত যশোরে করোনা রোগী ছিল ১৫ জন। এখন তা বেড়ে দাঁড়াল ২৯ জনে।

রবিবার যশোরে নতুন করে আরও ১৪ জনের শরীরে করোনা ভাইরাস পাওয়া যায়। তারমধ্যে এ নিয়ে নতুন ১৪জনসহ জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২৯ জনে। যা খুলনা বিভাগের মধ্যে সর্বোচ্চ সংখ্যক।
যশোরের বাইরে সাতক্ষীরা ও ঝিনাইদহ জেলার বাসিন্দা নতুন করে শনাক্ত হওয়ায় খুলনা বিভাগের
১০টি জেলাতেই পাওয়া গেল করোনা আক্রান্ত রোগী। এ নিয়ে খুলনায় বিভাগে আক্রান্তের সংখ্যা দাড়ালো ৭৩জনে।
এমতাবস্থায় যশোরের সচেতন মহলের দাবি, যশোর সীমান্তবর্তী জেলা হওয়ায় অনেকটা ঝুঁকিতেই রয়েছে
আগে থেকেই। বর্তমানে হু হু করে বাড়ছে আক্রান্তের সংখ্যা। বিভিন্ন এলাকায় করোনা উপসর্গ নিয়ে মানুষ
মারা যাচ্ছে দেধারছে। এমন মুহুর্তে প্রশাসনের পক্ষথেকে পুরো জেলাকে লকডাউন করা উচিৎ। অন্যথায় যেকোনো ধরণের ভয়াভয় পরিস্থিতির মধ্যে পড়তে হতে পারে যশোরবাসীর। আইইডিসিআরের তথ্য অনুযায়, ২৬ এপ্রিল সকাল ৮ টা পর্যন্ত দেশের ৮ টি বিভাগে ৬০ টি জেলায় আক্রান্তের ঘটনা নিশ্চিত করা গেছে।
এছাড়া, ১৮ এপ্রিলের তথ্যানুসারে দক্ষিণ এশিয়ার মধ্যে বাংলাদেশে মৃত্যুহার সবচেয়ে বেশী।
বাংলাদেশের হার ৪% যা ভারতে ৩.৩; পাকিস্তানে ১.৮; শ্রীলঙ্কায় ২.৯; এবং আফগানিস্তানে ৩.৬% । দক্ষিণ এশিয়ায় নেপাল,ভুটান ও মালদ্বীপের অবস্থান তুলনামূলক ভাল। যার প্রধান কারণ হিসেবে শুরুতেই ওসব দেশ
‘লকডাউন’ বাস্তবায়ন করতে পেরেছে বলে মনে করছে সবাই।

69 Views

আরও পড়ুন

পাসের হারে দেশসেরা যশোর বোর্ড : জিপিএ-৫ পেয়েছে ২০৭৬১ জন

জৈন্তাপুরে এসএসসি ও সমমানের পরীক্ষার পাশের হার ৬৮.৮৮% জিপিএ-৫ পেয়েছে।৩৪ জন।

১০ বছর যাবৎ ম্যানেজ করেই চলছে মইজ্জ্যারটেকের হাক্কানী খাদ্য কারখানা!

বাগেরহাট জেলার শরণখোলাতে বিশ্ব পরিযায়ী পাখি দিবস পালিত।

আগামীর লোহাগাড়ার উন্নয়ন ও অগ্রগতির পরিকল্পনা বিষয়ে মতবিনিময় ও সাংবাদিকদের মিলনমেলা লোহাগাড়ায়

মাতারবাড়ী উচ্চ বিদ্যালয় থেকে এসএসসিতে জিপিএ-৫ পেলো আফিফ আল হোসাইন।

হাঁস প্রতিকে ভোট চেয়ে মাঠ চষে বেড়াচ্ছে উপজেলা মহিলা ভাইস-চেয়ারম্যান প্রার্থী আলেয়া ফেরদৌস

সাংবাদিক নির্যাতন ও কর্তব্য কাজে বাধা,নিন্দা জানিয়েছে বিএইচআরএফ

এসএসসি ও সমমান পরীক্ষার চলতি বছরের ফল প্রকাশ আজ

নওগাঁর পত্নীতলায় নব নির্বাচিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানকে সংবর্ধনা প্রদান।

নাগরপুরে মহিলার মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ

দীর্ঘ ১৫ বছর পর বুটেক্সে ওসমানী হলে আসলো পরিবর্তন