আবু নাসের ইরফান,কক্সবাজার :
মাত্রাতিরিক্ত হারে বৃদ্ধি পাচ্ছে কক্সবাজার জেলায় করোনা রোগীর সংখ্যা। কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবে শনিবার ৩০ মে ১৬৪ জনের স্যাম্পল টেস্টের মধ্যে মােট ২৯ জনের রিপাের্ট পজেটিভ পাওয়া গেছে । তারমধ্যে , কক্সবাজার জেলার ২২ জন , ভিন্ন জেলার ৪ জন এবং পুরাতন করােনা ভাইরাস আক্রান্ত রােগীর ফলােআপ টেস্টে ৩ জনের ‘ পজেটিভ ‘ রিপাের্ট পাওয়া গেছে । বাকী ১৩৫ জনের রিপাের্ট নেগেটিভ পাওয়া যায় ।
তথ্য নিশ্চিত করেছেন, কক্সবাজার মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা . অনুপম বড়য়া