ঢাকাবুধবার , ৩ ডিসেম্বর ২০২৫
  1. সর্বশেষ

ইসলামপুরে কুড়ে ঘরে ময়ফুলের আইসোলেশন,খোঁজ নেয়নি কেউ

প্রতিবেদক
admin
২২ জুন ২০২০, ৫:২৪ পূর্বাহ্ণ

Link Copied!

রোকনুজ্জামান সবুজ,জামালপুর ঃ

জামালপুরের ইসলামপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এর আইসোলেশন কণার্রে ঠাই হয়নি হতদরিদ্র করোনা পজেটিভ ময়ফুলের। হাসপাতালের সামনে একটি কুড়ে ঘরে ময়ফুল আইসোলেশনে থাকলেও খোঁজ নেইনি টিএইচও বা সংশ্লিষ্ট স্বাস্থ্য বিভাগের প্রশাসনের কেউ!

জানা গেছে, গত ১৬ জুন তারিখে রিপোর্টে জেলার ইসলামপুর হাসপাতালের সামনে কোর্ড বিল্ডিং চত্ত্বরের মৃত রেজা শাহ ফকিরের স্ত্রী করোনা পজেটিভ হয়। এর পর থেকে সে নিজের জরাজীর্ণ একটি কুড়ে ঘরে পরিবারে সিদ্ধান্তে আইসোলেশনে রয়েছে। প্রশাসন বা স্বাস্থ্য বিভাগ থেকে স্বাস্থ্য বিধি মোকতাবেক বাড়িটি অথবা কোর্ড বিল্ডিং এলাকা লকডাউন করা হয়নি। সরকারিভাবে কোন সহযোগিতাও পায়নি তারা।

ময়ফুল ও তার ছেলে সেলিমের সাথে কথা হলে তারা জানান, হাসপাতাল থেকে কেউ খোঁজ নেইনি তাদের।
সরেজমিনে ময়ফুলের আইসোলেশন অবস্থা দেখতে গেলে দেখা যায়, ময়ফুলের আইসোলেশন কুঁেড় ঘরের আশপাশে ঘণবসতি। এখানে ২০টি পরিবারের প্রায় দেড়শতাধিক মানুষের বসবাস। ময়ফুল করোনা পজেটিভ হলেও তার এক ছেলে ও এক মেয়ের সাথেই একই বাড়িতে বসবাস করছে। ছেলে মেয়েরা বাড়ি থেকে বের হয়ে অবাধে কোর্ট বিল্ডিং এলাকাসহ হাসপাতালের সামনে চলাফেরা করছে বলে এলাকাবাসীর অভিযোগ। এই নিয়ে করোনা আক্রান্ত হওয়ার আতঙ্গে রয়েছে কোর্ট বিল্ডিং এলাকাবাসী।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এর আইসোলেশন কণার্রে শনিবার খোঁজ নিয়ে দেখা গেছে আইসোলেশন কণার্রটিতে তালা ঝুলছে অথচ্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এর আইসোলেশন কণার্রে ঠাই হয়নি হতদরিদ্র করোনা পজেটিভ ময়ফুলের। হাসপাতালের সামনেই একটি জরাজীর্ণ কুড়ে ঘরে ময়ফুল আইসোলেশনে রয়েছে।

এব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকতার্ ডা:এএএম আবু তাহের সাথে যোগাযোগ করলে তিনি জানান, বাড়িতেই ওষুধ পাঠানো হয়েছে। করোনা পজেটিভ হলেও কোন আলামত পাওয়ায় যায়নি; তাই এমন রোগীরা নিজ বাড়িতেই থাকতে পারে।

বাড়িটি কেন লকডাউন করা হয়নি এ ব্যাপারে জিজ্ঞাস করা হলে তিনি কোন সদোত্তর দিতে পারেননি। তবে প্রশাসনের সাথে খোঁজ খবর নিয়ে তিনি বিষয়টি দেখবেন বলে জানান।

আরও পড়ুন

মাদারীপুর বাবু চৌধুরী ক্লিনিকের ওয়াশরুমে নবজাতক মেয়ে শিশুর জন্ম দিয়ে পালিয়ে গেলেন অজ্ঞাত মা

হাসপাতালে বেগম খালেদা জিয়াকে দেখার পর কি বললেন জামায়াত আমীর?

বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় কাপাসিয়া প্রেসক্লাবে বিশেষ দোয়া মাহফিল

কাপাসিয়ায় গাছ কেটে অবৈধভাবে কয়লা তৈরি করার দু’টি চুল্লী ধ্বংস করেছে উপজেলা প্রশাসন

রাউজানের ডাবুয়ায় খালেদা জিয়ার সুস্থতার জন্যে খতমে কুরআন ও দো’য়া মাহ’ফিল

বাঁচতে চায় ব্লাড ক্যান্সারে আক্রান্ত কুবি শিক্ষার্থী অনন্যা

২০২৪-২৫ সেশনের ক্লাস শুরু এবং ৫ দফা দাবি ইডেন শিক্ষার্থীদের

কুবি’র বিজয়-২৪ হলে কালচারাল এন্ড স্পোর্টস উইকের উদ্বোধন

চকরিয়ায় স্বামীর নির্যাতন ও প্রাণনাশের হুমকির অভিযোগ

দোয়ারাবাজারে পরিবার পরিকল্পনা কর্মীদের কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি

বেগম জিয়া দেশের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি, সরকারের প্রজ্ঞাপন

বেগম জিয়া দেশের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি, সরকারের প্রজ্ঞাপন

১১ পেজ ও আইডির বিরুদ্ধে ডিবি কার্যালয়ে মামলা করলেন সাদিক কায়েম