আবুতৌহিদ, আটোয়ারী,পঞ্চগড়ঃ
পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় আরও দুই জনের শরীরে করোনার উপস্থিতি পাওয়া গেছে।
এনিয়ে আক্রান্তের সংখ্যা মোট ০৪জন।
আজ সনাক্তকৃত একজন উপজেলার বলরামপুর ইউনিয়নের চামেশ্বরী গ্রামের গাজীপুর থেকে আগত রনি ভূষন (৪৫)।
অপরজন রাধানগর ইউনিয়নের গোবিন্দপুর এলাকার নারায়ণগঞ্জ ফেরৎ জনৈক যুবতী (২২)।
গত ২৬ মে ২১ জনের নমূনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল,তাদের মধ্য থেকে এ দুজনের ফলাফল পজিটিভ আসে এবং বাকীদের নেগেটিভ।
২৯ মে পঞ্চগড়ে ৯ জন করোনা পজিটিভ।
দেবীগঞ্জ ৬ জন।
আটোয়ারী ২ জন।
পঞ্চগড় সদর ১ জন।
জেলায় মোট আক্রান্ত ৬৪ জন।