ঢাকাশুক্রবার , ২৫ জুলাই ২০২৫
  1. সর্বশেষ

ইসলামের রাষ্ট্রীয় ভিত্তি গড়ে ওঠা পবিত্র শহর

প্রতিবেদক
রফিকুল ইসলাম জসিম
১৯ জুন ২০২৫, ১১:২৫ পূর্বাহ্ণ

Link Copied!

ইসলামি ইতিহাসে মদিনা শুধু একটি শহরের নাম নয়; এটি এক আদর্শ সমাজব্যবস্থার প্রতীক—বিশ্বাস, ভালোবাসা ও শান্তির অনন্য উপমা। বিশ্ব মুসলিমের কাছে এটি পরিচিত ‘নবীর শহর’ হিসেবে। হিজরতের মাধ্যমে মহানবী হজরত মুহাম্মদ (সা.) এখানেই ইসলামের রাষ্ট্রীয় ভিত্তি স্থাপন করেন।

ইয়াসরিব থেকে মদিনাতুন্নবী

মহানবীর (সা.) আগমনের পূর্বে এই শহরের নাম ছিল ‘ইয়াসরিব’। হিজরতের (৬২২ খ্রিষ্টাব্দ) পর নবীজি (সা.)-এর আগমনে এই শহর পরিচিতি পায় ‘মাদীনাতুন্নবী’ নামে—অর্থাৎ ‘নবীর নগরী’। ধীরে ধীরে সংক্ষেপে এটি ‘মদিনা’ নামে প্রসিদ্ধি লাভ করে।

‘মদিনা’ শব্দটি এসেছে আরবি মাদীনাহ (المدينة) থেকে, যার অর্থ ‘নগরী’। শুধু একটি ভূগোলিক অবস্থান নয়, নবীজির (সা.) আগমনের মাধ্যমে এই নগরী পরিণত হয় ইসলামী মূল্যবোধ ও সহাবস্থানের রোল মডেলে।

ইয়াসরিব: ইতিহাসের উৎসে

‘ইয়াসরিব’ নামটির উৎস সম্পর্কে বিভিন্ন ব্যাখ্যা পাওয়া যায়। এক মতে, এটি নবী নুহ (আ.)-এর এক পুত্র ইয়াসরিবের নামানুসারে নির্ধারিত হয়েছিল। তিনি তার বংশধরদের নিয়ে এখানে বসতি স্থাপন করেন। যদিও ‘ইয়াসরিব’ শব্দের একটি অর্থ ‘ধমক দেওয়া’ বা ‘অভিযোগ তোলা’, দীর্ঘকাল এ নামটিই ব্যবহৃত হয়েছে।

মদিনার অন্য নামসমূহ

মদিনার অন্য এক পরিচিত নাম হলো ‘তাইবাহ’, যার অর্থ ‘পবিত্র’ বা ‘স্নিগ্ধ’। এটি এসেছে ‘তিব’ শব্দ থেকে। পবিত্র কুরআন ও হাদিসে মদিনাকে ‘তাইবাহ’ ও ‘তাবাহ’ নামেও উল্লেখ করা হয়েছে। শহরটি ‘দারুল হিজরাহ’ (হিজরতের আবাসভূমি) নামেও পরিচিত—যেখানে নবীজি (সা.) ইসলামের রাজনৈতিক ভিত্তি স্থাপন করেন।

প্রথম অধিবাসী ও গোত্রসমূহ

মদিনার প্রাথমিক ইতিহাসে দুটি কাবিলা বিশেষভাবে উল্লিখিত—বানু মাতরাওলিল ও বানু হাওফ। ধারণা করা হয়, তারা নবী নুহ (আ.)-এর পুত্র শামের বংশধর।

পরে ইয়েমেনি উৎসভিত্তিক দুটি প্রভাবশালী গোত্র—বানু আওস ও বানু খাযরাজ—এখানে বসতি স্থাপন করে। পরবর্তীতে এই দুটি গোত্রই নবী মুহাম্মদ (সা.)-কে উষ্ণ অভ্যর্থনা জানান এবং নেতা হিসেবে স্বীকার করে নেন। এই গ্রহণযোগ্যতাই ইয়াসরিবকে রূপান্তর করে ‘মাদীনাতুন্নবী’-তে।

মদিনা সনদ: শান্তিপূর্ণ সহাবস্থানের দিকনির্দেশনা

মদিনায় আগমনের পর মহানবী (সা.)-এর অন্যতম যুগান্তকারী পদক্ষেপ ছিল মদিনা সনদ প্রণয়ন। এটি ছিল ইতিহাসের প্রথম লিখিত সংবিধান, যেখানে মুসলমান, ইহুদি, খ্রিস্টান ও অন্যান্য ধর্মাবলম্বীদের পারস্পরিক অধিকার ও দায়িত্ব নির্ধারণ করা হয়। এই সনদের মাধ্যমে ধর্মীয় স্বাধীনতা, ন্যায়বিচার ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা হয়।

ইসলামী খেলাফতের রাজধানী

নবী মুহাম্মদ (সা.)-এর জীবদ্দশায় এবং পরবর্তী প্রথম চার খলিফা—আবু বকর, উমর, উসমান ও আলী (রাযি.)—এর শাসনামলে মদিনা ছিল ইসলামী খেলাফতের রাজধানী। এখান থেকেই ইসলামের দাওয়াত ও শাসনব্যবস্থা বিশ্বের নানা প্রান্তে ছড়িয়ে পড়ে।

উমাইয়া খেলাফতের সময় (Muawiyah ইবনে আবু সুফিয়ান-এর সময় থেকে) রাজধানী সরিয়ে নেওয়া হয় সিরিয়ার দামেস্কে। এরপরও মদিনার মর্যাদা কমে না; বরং এটি যুগে যুগে মুসলিম হৃদয়ের কেন্দ্রবিন্দু হয়ে থাকে।

মদিনা শুধু এক পবিত্র শহরের নাম নয়, এটি মুসলমানদের আত্মপরিচয়, ঐক্য, ও শান্তির অনন্য প্রতীক। নবীজির (সা.) জীবনের গুরুত্বপূর্ণ অধ্যায়, ইসলামের রাষ্ট্রীয় প্রতিষ্ঠা এবং আন্তধর্মীয় সম্প্রীতির মূল ভিত্তি স্থাপিত হয়েছে এই শহর থেকেই। তাই মদিনার ইতিহাস জানা মানেই হলো—ইসলামের প্রারম্ভিক যুগের রূপরেখা অনুধাবন করা।

207 Views

আরও পড়ুন

আওয়ামী লীগের কুখ্যাত সন্ত্রাসী আনু সালাম গ্রেফতার

মধ্যনগরে ভারতীয় থান কাপড়সহ কোটি টাকার মালামাল আটক

কক্সবাজারে র‍্যাবের হাতে ভূয়া সাংবাদিক আটক

রায়পুর পৌরসভা কার্যালয়ের ফেসবুক পেজে এখনও রয়েছে দলীয় সাবেক মেয়রের ভিডিও, প্রশ্ন উঠছে নিরপেক্ষতা নিয়ে!

দোয়ারাবাজারে পুলিশের অভিযানে ভারতীয় মদের চালানসহ মাদক কারবারি আটক

নারী শিক্ষার্থীদের হেনস্তার অভিযোগে বাস আটক করল ইডেন কলেজ শিক্ষার্থীরা

শান্তিগঞ্জে আন্ত: ইউনিয়ন ফুটবল টুর্নামেন্ট এর প্রস্তুতি সভা অনুষ্ঠিত

শান্তিগঞ্জে লেগুনা-সিএনজি সংঘর্ষে চালক প্রদ্যুৎ চক্রবর্তী ও এক শিশু নিহত,আহত ৬

তামীরুল মিল্লাত টঙ্গীতে যুগান্তকারী পদক্ষেপ: চালু হচ্ছে ট্রান্সপোর্ট সার্ভিস

বিমান দুর্ঘটনায় সারাদেশে শোকের ছায়া অন্যদিকে চলছে রাতভর গানবাজনা, উদ্বোধক টঙ্গীর পাইলট স্কুলের প্রধান

শার্শার সাতমাইল‌‌ পশুহাট ইজারা সম্পন্ন 

শান্তিগঞ্জে প্রাথমিক শিক্ষা মানোন্নয়ন পরীক্ষার পুরস্কার বিতরণ: