ঢাকাসোমবার , ২৫ নভেম্বর ২০২৪
  1. সর্বশেষ

ফ্লাইওভারে নামাজ আদায়ের ভিডিও ভাইরাল

প্রতিবেদক
রফিকুল ইসলাম জসিম
১৪ অক্টোবর ২০২২, ১১:১৩ অপরাহ্ণ

Link Copied!

 

ফ্লাইওভারে নামাজ আদায়ের ভিডিও ভাইরাল

ভারতের মণিপুর রাজ্যে মণিপুরি মুসলিম (পাঙাল) সম্প্রদায়ের এম.সি.এম’র চেয়ারম্যান আলহাজ্ব আরাফাত ফ্লাইওভারে নামাজ পড়ার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

মোটরবাইক রেখে ফ্লাইওভারে এক জায়গায় সময়মতো নামাজ আদায় করায় অনেকেই তার প্রশংসা করেছেন। তবে বিষয়টি নিয়ে সমালোচনাও করেছেন অনেকে। ফ্লাইওভার ওপর দিয়ে মোটরবাইক করে যাওয়ার সময় পরিস্কার জায়গা এক জায়গা বসে নামাজ আদায় করেন। পেছন থেকে কেউ তা ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দেয়।

ভিডিও দেখে মুসলিমরা তার প্রশংসা করে বলেছেন, শত ব্যস্ততার মধ্যেও তিনি ওয়াক্ত হতেই নামাজ আদায় করেছেন। বিষয়টি অবশ্যই প্রশংসার দাবিদার। অন্যদিকে বিরোধীরা ভিডিওর কমেন্টে তার ব্যাপক সমালোচনা করেছেন। কেউ কেউ আবার নামাজ আদায়ের অত্যাবশ্যকীয় বিষয় ফ্লাইওভার ও কিবলার দিক ঠিক থাকা নিয়ে প্রশ্ন তুলেছেন।

ভাইরাল হাওয়া ভিডিও ক্লিপিংটিতে এখন সোশ্যাল মিডিয়ায় প্রচারিত হওয়ার পর মন্তব্য এবং পাল্টা সাম্প্রদায়িক ভিন্ন ইঙ্গিত সুর লক্ষ্য করা যায়৷ সে বিষয়ে হাজী আরাফত তার ভিডিও এর বিষয়ে আজ বিকালে ফেসবুক ভিডিওতে জানান, ২০১০ সালে তাকে একটি মিথ্যা মামলায় দায় করেন ও গত ২৮ জুন আদালত তাকে অভিযুক্ত করেন এবং তিনি অনেকটা মানসিক চাপে জীবনযাপন করেন৷ তার সন্তানরা গ্রেজুয়েট হাওয়া সত্ত্বেও চাকুরী পান না৷

তিনি আরো জানান, গত কয়েকদিন আগে যখন আদালতের রায় থেকে বেরিয়ে কোর্টে নিকটবর্তী ওভারব্রীজে ধর্মরীতি অনুসরণ করে কিবলামুখী হয়ে আল্লাহর প্রতি শুকরিয়া জানানো নামাজ পড়েছেন৷

তিনি বলেন, শুধুমাত্র আল্লাহর শুকরিয়ার জানানোর জন্য নামাজ পড়েছিল এবং অন্য কোনো উদ্দেশ্য ছিল না, সংশ্লিষ্ট সকলের তিনি জানান এই ইস্যু করে বিদ্বেষ ও শত্রুতা সৃষ্টি না করা৷ রাজ্যে বসবাসকারী সমাজের বিভিন্ন অংশের মধ্যে শান্তিপূর্ণ সহাবস্থানের ক্ষতি করতে পারে এমন ভুল তথ্য না ছড়ানোর জন্য সংশ্লিষ্ট সকলের কাছে আবেদন করেছি। এছাড়া তিনি লাইভে সৌদি আরবের দীর্ঘ ১০ বছর যাবত হজের সেচ্ছাসেবী কাজ করেছেন সেই বিষয়গুলো সনদ দেখালেন।

(মণিপুরি ভাষা থেকে ভাষান্তর রফিকুল ইসলাম জসিম৷)

246 Views

আরও পড়ুন

পাঠকের অনূভুতিতে ❝কলিজার আধখান❞

অন্তর্বর্তী সরকারের কার্যক্রমে বিএনপি সন্দেহ করছে–ড. হুমায়ুন কবির

বিশ্বরূপ চন্দ্র বিশ্বাসের কবিতা:- হাসি

শান্তিগঞ্জে জমিয়তের গণসংবর্ধনা ও কাউন্সিল শুক্রবার

শান্তিগঞ্জে জমিয়তের গণ সমাবেশ সফল করার লক্ষে সংবাদ সম্মেলন

আইডিইবির ৫৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আধুনগর পলিটেকনিক ইনস্টিটিউটের র‌্যালি ও আলোচনা সভা

দোয়ারাবাজারে এফআইভিডিবি’র স্বাস্থ্য সামগ্রী বিতরণ

বোয়ালখালীর নব যোগদানকৃত শিক্ষা অফিসার হারুন উর রশীদকে বরণ

জামালপুরে মৃত আইনজীবী হলেন অতিরিক্ত জিপি

তানযীমুল উম্মাহ হিফয মাদ্রাসা, সাইনবোর্ড শাখার বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন

সাইফুল ইসলামের কবিতা : শীতের আমেজ

সড়ক দুর্ঘটনায় আহত ইসলামি বক্তা আব্দুল হাই মুহাম্মদ সাইফুল্লাহ