নিউজ ডেস্ক :
দেশের আকাশে পবিত্র মাহে রমজান মাসের চাঁদ দেখা গেছে। শনিবার (২ এপ্রিল) সন্ধ্যায় চাঁদ দেখার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। রবিবার(৩ এপ্রিল) থেকে মুসলমানদের সিয়াম সাধনার (রোজা) মাস পবিত্র রমজান শুরু হচ্ছে।
আজ শনিবার (২ এপ্রিল) সন্ধ্যায় রাজধানীর বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে চাঁদ দেখার বিষয়টি নিশ্চিত করেন।
এ বিষয়ে জাতীয় চাঁদ দেখা কমিটি আনুষ্ঠানিকভাবে কিছু সময়ের মধ্যেই জানাবে।
পবিত্র মাহে রমজান ধর্মপ্রাণ মুসলমানদের কাছে সংযম, আত্মশুদ্ধি ও ত্যাগের মাস। রহমত (আল্লাহর অনুগ্রহ), মাগফেরাত (ক্ষমা) ও নাজাত (জাহান্নামের আগুন থেকে মুক্তি)- এ তিন অংশে বিভক্ত এ মাস।