আবহাওয়ার সংবাদ :
বঙ্গোপসাগরের গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড় ‘সিত্রাং’–এ পরিণত হয়েছে। এটি বারবার গতিপথ পরিবর্তন করছে। ঘূর্ণিঝড়টি সোমবার দিবাগত মধ্যরাত থেকে মঙ্গলবার সন্ধ্যার মধ্যে যেকোনো সময় বাংলাদেশ উপকূলে আঘাত করতে পারে। ফলে দেশের উপকূলীয় জেলাগুলো উঁচু জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে বলে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হচ্ছে। এ পরিস্থিতিতে সমুদ্রবন্দরগুলো ও কক্সবাজারকে ৪ নম্বর স্থানীয় সতর্কসংকেত জারি করা হয়েছে।
আবহাওয়া অধিদপ্তর জানায়, আজ রোববার রাত নয়টা পর্যন্ত ঘূর্ণিঝড়টি বাংলাদেশ উপকূল থেকে ৭০০ কিলোমিটারের বেশি দূরে অবস্থান করছিল। শুরুতে এটি বরিশালের দিকে এগোতে থাকলেও ঘূর্ণিঝড়টি রাত নয়টার দিকে খুলনা–বাগেরহাটের দিকে এগোতে থাকে। এটি আগামীকাল সোমবারের মধ্যে আবারও বরিশাল ও নোয়াখালীর দিকে মুখ করে এগোতে পারে।