অনলাইন ডেস্ক :
ভারতে করোনাভাইরাসের নতুন স্ট্রেইন ওমিক্রনে শনাক্ত ব্যক্তি দুবাইয়ে চলে গেছেন। ওমিক্রনে আক্রান্ত ৬৬ বছরের ব্যক্তি ভারতে নেই। গত ২৭ নভেম্বর বিমানে চেপে তিনি দুবাই চলে যান। এমনই চাঞ্চল্যকর খবর প্রকাশ করেছে সংবাদমাধ্যম এনডিটিভি।
বেঙ্গালুরু মহানগর পালিকার তথ্য অনুযায়ী, গত ২০ নভেম্বর দক্ষিণ আফ্রিকা থেকে ভারতে আসেন ৬৬ বছরের ওই ব্যক্তি। সেই সময় তার সঙ্গে ছিল কোভিড নেগেটিভ রিপোর্ট। টিকার দুই ডোজও নেওয়া রয়েছে তার। বেঙ্গালুরু বিমানবন্দরে নামার পর হোটেল ওঠেন এবং কোভিড পরীক্ষায় জানা যায় তিনি আক্রান্ত। করোনায় আক্রান্ত হলেও উপসর্গহীন ছিলেন। ওই অবস্থায় তাকে আইসোলেশনে থাকার পরামর্শ দেন চিকিৎসক।
২২ নভেম্বর ৬৬ বছরের ওই ব্যক্তির নমুনা জিনোম সিকোয়েন্সিংয়ের জন্য পাঠানো হয় পরীক্ষাগারে। যেহেতু ঝুঁকিপূর্ণ দ.আফ্রিকা থেকে এসেছেন এজন্য এমন পদক্ষেপ নেওয়া হয়। এছাড়া তার সংস্পর্শে আসা ২৪ জনেরও কোভিড পরীক্ষা করানো হয়। রিপোর্টে তারা কোভিড নেগেটিভ আসে।
গত ২৭ নভেম্বর গভীর রাতে হোটেল ছাড়েন ওই লোক। বেঙ্গালুরু বিমানবন্দরে যান ও দুবাইয়ের উদ্দেশে রওনা দেন। এর মধ্যেই বৃহস্পতিবার জিনোম সিকোয়েন্সিংয়ের রিপোর্ট আসার পর জানা যায় যে তিনি করোনা নতুন স্ট্রেন ওমিক্রনে আক্রান্ত।