অনলাইন ডেস্ক :
পাকিস্তানের রাষ্ট্রপতি ড.আরিফ আলভি দেশটির পার্লামেন্ট ভেঙে দিয়েছেন। দেশটির প্রধানমন্ত্রী ইমরান খানের জাতীয় পরিষদ ভেঙে দেওয়ার প্রস্তাবকে তিনি অনুমোদন দিয়েছেন।
রবিবার(৩ এপ্রিল) দুপুরে দেশটির প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে জাতীয় পরিষদের অধিবেশনে বিরোধী দলের অনাস্থা প্রস্তাবটি ডেপুটি স্পিকার কাসিম খান সুরি প্রত্যাখ্যানের পর থেকেই দেশটির রাজনীতিতে তুমুল তোলপাড় শুরু হয়।
জাতীয় পরিষদে অনাস্থা প্রস্তাব প্রত্যাখ্যানের পর, প্রধানমন্ত্রী ইমরান খান রাষ্ট্রপতির কাছে বিধানসভা ভেঙে দেওয়ার প্রস্তাব করেছিলেন, রাষ্ট্রপতি যেটি গ্রহণ করেছেন।
এদিকে, অনাস্থা প্রস্তাবের পর জাতির উদ্দেশে দেওয়া এক ভাষণে ইমরান খান বলেন, অনাস্থা প্রস্তাব প্রত্যাখ্যানে আমি জাতিকে অভিনন্দন জানাই, আমার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব ছিল বিদেশি এজেন্ডা, এর দ্বারা সম্পূর্ণ জনগণকে আতঙ্কিত করাই তাদের মূল উদ্দেশ্য।
ইমরান খান আরও জানান, ‘আমি রাষ্ট্রপতি আরিফ আলভিকে বিধানসভা ভেঙে দেওয়ার পরামর্শ দিয়েছি। আমি জনগণকে নির্বাচনের জন্য প্রস্তুত হতে বলছি। এখন জনগণের সিদ্ধান্ত আপনার ভবিষ্যত কী হবে।’
প্রসঙ্গত, পাকিস্তানের রাষ্ট্রপতির এ ঘোষণার প্রেক্ষিতে আগামী ৯০ দিনের ভিতর জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে অনুমান করছেন দেশটির রাজনৈতিক বিশ্লেষকরা। এ ইস্যুতে জনগনই সিদ্ধান্ত নিবে নতুন সরকার হিসেবে তাদের প্রত্যাশা। ইমরান খান এক রকম নিজের দায়ভার জনগনের উপরই ছেড়ে দিলেন।
খবর সূত্র- উর্দু নিউজ