ঢাকাবৃহস্পতিবার , ২৬ ডিসেম্বর ২০২৪
  1. সর্বশেষ
  2. আন্তর্জাতিক

করোনা ভালবাসা! নবদম্পতি!

প্রতিবেদক
নিউজ এডিটর
৭ এপ্রিল ২০২০, ৩:৩২ অপরাহ্ণ

Link Copied!

রফিকুল ইসলাম জসিম

কাশিফ চৌধুরী ও নাইলা শেরিন। তারা দুজনই যুক্তরাষ্ট্রে থাকেন। দুজনই চিকিৎসক। দুজনই মুসলিম। একে অন্যকে ভালবাসেন দীর্ঘদিন ধরে। তাদের স্বপ্ন ছিল বেশ ধুমধাম করে বিয়ে করবেন। বিয়ের পর কি কি করবেন এবং হানিমুনে কোথায় যাবেন, তাও ঠিক ছিল।

কিন্তু সেই স্বপ্নে হানা দেয় করোনা ভাইরাস । তারা যখন বুঝে ওঠেন পরিস্থিতি ধীরে ধীরে খারাপের দিকে যাচ্ছে, তখন আগের সব পরিকল্পনা বাতিল করেন। সিদ্ধান্ত নেন সাদামাটা ভাবেই তারা বিয়ে করবেন। এবং কিছুদিন আগে তারা নিউ জার্সির একটি মসজিদে গিয়ে তারা বিয়ে করেন।

বিস্ময়কর হল, যে বিয়ের জন্য তাদের এত স্বপ্ন, এত আকুলতা, সেই বিয়ের পর তারা মাত্র ১০ ঘণ্টার মত একত্রে ছিলেন। এরপর তারা দুজনই দুইদিকে চলে যান, মানবতার সেবায় নিবেদিত হয়ে। শেরিন চলে যান নিউ ইয়র্কে এবং কাশিফ যান আইওয়া অঙ্গরাজ্যে। করোনায় আক্রান্ত রোগীদের চিকিৎসায় তারা আত্মনিয়োগ করেন।

নাইলা শেরিন বলেন, আমাদের স্বপ্ন, আনন্দ- এসব এখন তুচ্ছ বিষয়। ডাক্তার হিসেবেতো বটেই, একজন মানুষ হিসাবেও এখন আমাদের উচিত করোনা রোগীদের চিকিৎসা করা। তিনি আরো বলেন, নিউ ইয়র্কে এখন ভয়াবহ অবস্থা বিরাজ। ডাক্তাররাও আক্রান্ত হচ্ছেন, মারাও যাচ্ছেন। যদি মরে যাই, গেলাম। তবুও সান্ত্বনা থাকবে, মানুষকে বাঁচাতে গিয়েই জীবন দিয়েছি। আর যদি বেঁচে থাকি তাহলে এমন আনন্দতো আমরা করতেই পারবো।

অন্যদিকে কাশিফ চৌধুরী বলেন, আমরা দুজনে মিলেই এমন সিদ্ধান্ত নিয়েছি। চিকিৎসা একটি মহৎ পেশা। নিজেকে যদি মানুষের কল্যাণে কাজে লাগাতে না পারি তাহলে কিসের চিকিৎসক হলাম? এ মুহূর্তে দুজনের একসাথে থাকার চেয়ে করোনা রোগীদের পাশে থাকাই বেশি গুরুত্বপূর্ণ ।

ভালবাসার বিয়ে। স্বপ্নের বিয়ে। অথচ বিয়ের পর ২৪ ঘন্টাও তারা একত্রে কাটালেন না। জীবনের ঝুঁকি নিয়েই ওরা করোনা রোগীদের চিকিৎসার্থে চলে গেলেন দুই অঙ্গরাজ্যে। ওরা নিশ্চিত নন বেঁচে থাকবেন কিনা এবং এ-জীবনে আর দেখা হবে কিনা? মহান স্রষ্টার কাছে করজোড়ে প্রার্থনা, “এই মানবতাবাদী নব-দম্পতিকে তুমি বাঁচিয়ে রেখো এবং মিলন ঘটিয়ে দিও।”

তথ্য-চিত্র: এম আর ফারজানা

(ফেসবুক থেকে সংগৃহীত)

151 Views

আরও পড়ুন

শান্তিগঞ্জ থানা পুলিশের অভিযানে ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেফতার

সাংবাদিক হত্যাচেষ্টা মামলার আসামিরা গ্রেপ্তার না হওয়ায় লোহাগাড়ায় সাংবাদিক সমাজের মানববন্ধন

সমাজসেবা অধিদপ্তরের সামাজিক নিরাপত্তা কর্মসূচি বাস্তবায়নে শান্তিগঞ্জে সেমিনার

শান্তিগঞ্জে জনসচেতনতামূলক প্রশিক্ষণ 

স্বাধীনতার ৫৩ বছরেও দেশ অর্থনৈতিক শোষণ, রাজনৈতিক নিপীড়ন ও সাংস্কৃতিক গোলামী থেকে মুক্ত হতে পারেনি–অধ্যাপক মুজিব

কক্সবাজার জেলা জামায়াতের মতবিনিময় সভায় নায়েবে আমীর অধ্যাপক মুজিবুর রহমান 

চট্টগ্রামে জামায়াত নেতার পায়ের রগ কেটে হাত ভেঙে দিয়েছে চাঁদাবাজরা

ডিবি পরিচয়ে চাঁদাবাজি করতে গিয়ে বরিশাল মহানগর ছাত্রদল সহ-সভাপতি রাসেল আকন আটক

শান্তিগঞ্জে ভুয়া মুক্তিযোদ্ধা-শিক্ষক দিয়ে পিআইসি কমিটি গঠনের অভিযোগ 

সংবর্ধিত হলেন সেরা কনটেন্ট নির্মাতা শিক্ষক ফারুক ইসলাম

নাগেশ্বরীতে কেন্দ্রীয় ড্যাব নেতার ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত

বুটেক্সে নতুন বিভাগ চালু- সোশ্যাল মিডিয়ায় শিক্ষার্থীদের ক্ষোভ প্রকাশ