ঢাকারবিবার , ১৯ মে ২০২৪
  1. সর্বশেষ
  2. আন্তর্জাতিক

ইসরায়েল-ফিলিস্তিন সংঘাত নিয়ে সৌদি আরবের বক্তব্য

প্রতিবেদক
নিউজ এডিটর
১৯ মে ২০২১, ৪:৩০ অপরাহ্ণ

Link Copied!

অনলাইন ডেস্ক :

ইসরায়েল-ফিলিস্তিন সংঘাত পুরো অঞ্চলকে ‘ভুল পথে’ নিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছে সৌদি আরব। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান ইসরায়েল-ফিলিস্তিন সংঘাত নিয়ে গতকাল মঙ্গলবার এ মন্তব্য করেন। একই সঙ্গে তিনি এ সংঘাত বন্ধের আহ্বান জানিয়েছেন।

এক সপ্তাহের বেশি সময় ধরে গাজায় রক্তক্ষয়ী হামলা চালাচ্ছে ইসরায়েল। গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষের তথ্যমতে, ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত অন্তত ২১৭ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহত ব্যক্তিদের মধ্যে প্রায় ১০০ জন নারী ও শিশু। হামলায় আহত হয়েছেন প্রায় দেড় হাজার ফিলিস্তিনি।

হামলার জবাবে গাজা থেকে ইসরায়েল লক্ষ্য করে রকেট ছুড়ছে হামাস। ইসরায়েলের ভাষ্য, চলমান সংঘাতে ইসরায়েলের পক্ষে ১২ জন নিহত হয়েছেন। তার মধ্যে দুটি শিশু।

দুই পক্ষের সংঘাত বন্ধে আন্তর্জাতিক পর্যায়ে কূটনৈতিক তৎপরতা চলছে। আন্তর্জাতিক মহল যুদ্ধবিরতির আহ্বান জানাচ্ছে। তবে ইসরায়েল হামলা অব্যাহত রাখার কথা বলছে।

সৌদির পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান বার্তা সংস্থা এএফপিকে বলেন, ‘এসব (সংঘাত) আমাদের পুরোপুরি ভুল পথে ঠেলে দিচ্ছে। এর অর্থ হলো, আমরা টেকসই শান্তির দিকে যাত্রাকে আরও কঠিন করে তুলছি।’

সুদান ও আফ্রিকা নিয়ে ফ্রান্সে অনুষ্ঠিত সম্মেলনের ফাঁকে কথা বলেন সৌদির পররাষ্ট্রমন্ত্রী। ইসরায়েল-ফিলিস্তিন সংঘাত উগ্রবাদীদের ক্ষমতায়িত করছে বলেও মন্তব্য করেন ফয়সাল বিন ফারহান।

সৌদির পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এটি আমাদের অঞ্চলের সবচেয়ে অসহিষ্ণু কণ্ঠকে শক্তিশালী করছে। সত্যিকারের শান্তি অনুসন্ধানের পথকে কঠিন করে তুলছে।’

ফয়সাল বিন ফারহান বলেন, গুরুত্বসহকারে সব পক্ষকে আলোচনায় উৎসাহিত করার জন্য সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। সৌদি পররাষ্ট্রমন্ত্রী বলেন, প্রথমেই সহিংসতা বন্ধ করতে হবে। তারপর চূড়ান্ত নিষ্পত্তির জন্য গুরুত্বসহকারে শান্তি আলোচনায় বসতে হবে।

ফয়সাল বিন ফারহান আরও বলেন, চূড়ান্ত বন্দোবস্তে অবশ্যই পূর্ব জেরুজালেমকে রাজধানী রেখে একটি ফিলিস্তিন রাষ্ট্রের বিষয়টি অন্তর্ভুক্ত থাকতে হবে।

67 Views

আরও পড়ুন

শেরপুরে আন্তঃজেলা গরু চোরচক্রের ৫ সদস্য গ্রেফতার ও চোরাই গরু উদ্ধার

বিচ্ছুর বন্যপ্রাণী সংরক্ষণ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

শারমিন মীমের কবিতা “ভেজাল”

শেরপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২

শার্শায় ভোটগ্রহণ নিয়ে কর্মকার্তাদের সাথে নির্বাচন কমিশনারের ব্রিফিং

নাগরপুরে উপজেলা চেয়ারম্যান প্রার্থী বিএনপি নেতা দুলাল বহিষ্কার

গাজায় চলমান গণহত্যার বিরুদ্ধে বুটেক্স শিক্ষার্থীদের মানববন্ধন

রূপগঞ্জের জাঙ্গীর কুদুর মার্কেট-নদীরঘাট রাস্তাসহ ড্রেন নির্মাণ কাজের উদ্বোধন

নাগরপুরে হেভিওয়েট প্রার্থী না থাকায় জমেনি উপজেলা নির্বাচন

“রাখে আল্লাহ, মারে কে” : নাইক্ষ্যংছড়ি ছালামী পাড়ায় মোটরসাইকেল মার্কার সমর্থনে উঠান বৈঠকে চেয়ারম্যান প্রার্থী তোফাইল

কবি ফিরোজ খানের কবিতা

নাইক্ষংছড়িতে প্রিজাইডিং সহকারী প্রিজাইডিং ও পোলিং অফিসারদের প্রশিক্ষণ !!