ঢাকাশুক্রবার , ১৪ নভেম্বর ২০২৫
  1. সর্বশেষ

শেরপুরে আইনজীবী সমিতির নির্বাচনে উত্তেজনা ॥ পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন

প্রতিবেদক
admin
২২ ফেব্রুয়ারি ২০২৩, ৬:৩৮ পূর্বাহ্ণ

Link Copied!

রাকিবুল আওয়াল পাপুল,
শেরপুর জেলা প্রতিনিধিঃ

আগামি ২৩ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় শেরপুর জেলা আইনজীবী সমিতির কার্যনির্বাহী পরিষদের নির্বাচনকে ঘিরে উত্তাপ ছড়িয়ে পড়েছে।

২১ ফেব্রুয়ারি মঙ্গলবার ওই নির্বাচনকে কেন্দ্র করে বিবদমান আওয়ামী লীগ ও সমমনাদের সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ মনোনীত প্যানেল এবং বিএনপি ও সমমনাদের সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ মনোনীত প্যানেলের তরফ থেকে পাল্টাপাল্টি সম্মেলন হওয়ার পর থেকে ওই উত্তেজনা দেখা দিয়েছে।

বিকেলে শহরের বটতলা এলাকায় সমন্বয় পরিষদ মনোনীত মোখলেস-মুন্না প্যানেলের পক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে বলা হয়, এ নির্বাচনে ঐক্য পরিষদ মনোনীত মুরাদ-হীরা প্যানেলের পরাজয় নিশ্চিত ভেবে তারা নানা ষড়যন্ত্র ও প্রপাগান্ডা চালাচ্ছে। প্যানেল পরিচিতি অনুষ্ঠানে হুইপ আতিউর রহমান আতিকের একটি বক্তব্যকে বিকৃত করে আইনজীবী সমাজসহ বিভিন্ন মহলে বিভ্রান্তি ছড়াচ্ছে। লিখিত বক্তব্যে ঐক্য পরিষদ আয়োজিত সংবাদ সম্মেলনে করা মিথ্যা ও বিভ্রান্তিমূলক তথ্যে অভিযোগ করা হয়েছে।

মূলতঃ অতীতের ধারাবাহিকতায় এবারের নির্বাচনের সুষ্ঠু পরিবেশকে রাজনৈতিক হীন উদ্দেশ্যে প্রশ্নবিদ্ধ করতেই তারা বিভ্রান্তি ছড়াচ্ছে। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব এ্যাডভোকেট আবুল মানসুর স্বপন। ওইসময় নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক এ্যাডভোকেট ইমাম হোসেন ঠান্ডু, সাবেক সভাপতি এ্যাডভোকেট রফিকুল ইসলাম আধার, সাধারণ সম্পাদক এ্যাডভোকেট তারিকুল ইসলাম ভাসানী ও সাবেক সাধারণ সম্পাদক এ্যাডভোকেট গোলাম কিবরিয়া বুলু।

এর আগে দুপুরে পাশাপাশি এলাকায় ঐক্য পরিষদ মনোনীত মুরাদ-হীরা প্যানেলের তরফ থেকে আয়োজিত সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, সমন্বয় পরিষদের তরফ থেকে নির্বাচনে রাজনৈতিক হস্তক্ষেপ, প্রভাব বিস্তার ও গোলযোগের চেষ্টা করে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ বিঘ্নিতের অপপ্রয়াস চলছে। এতে আইনজীবী ভোটারদের মাঝে সুষ্ঠু ভোট অনুষ্ঠানে সংশয় দেখা দিয়েছে। ওইসময় লিখিত বক্তব্য পাঠ করেন নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক এ্যাডভোকেট আবু জার গাফফারী, সাবেক সভাপতি এ্যাডভোকেট মো. সিরাজুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক এ্যাডভোকেট খন্দকার মাহবুবুল আলম রকীব, সভাপতি প্রার্থী এ্যাডভোকেট এমকে মুরাদুজ্জামান, সাধারণ সম্পাদক প্রার্থী এএইচএম নুরে আলম হীরা প্রমুখ।

আরও পড়ুন

উত্তর জনপদের লাখো মানুষের জন্য একটিও সরকারি হাসপাতাল নেই

সুদানের চলমান সংকট: যুদ্ধ, ক্ষুধা ও মানবিক বিপর্যয়।।

মুন্সিগঞ্জে বিএনপির দু’গ্রুপে সংঘর্ষ, গুলিতে নিহত ১

ঈদগাঁও ফকিরা বাজারে বন বিভাগের জায়গা দখল করে অবৈধ স্থাপনা, টাকা দিয়ে বন বিভাগের জায়গায় স্থাপনা করেছি- নাঈম মেম্বার

মামলার আসামি প্রকাশ্যে ঘুরে নির্বাচনী প্রচারণায়! পুলিশের ভূমিকা রহস্যজনক

কুতুবদিয়ায় সাগরের তীরে এক জেলে নিখোঁজ

কাপাসিয়ার দূর্গাপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত

শান্তিগঞ্জে আব্দুন নূর চেয়ারম্যান স্মৃতি প্রাথমিক মেধা বৃত্তি ও সনদ প্রদান অনুষ্ঠান সম্পন্ন

জনগণ গণভোট-সনদ এসব বোঝে না : ঠাকুরগাওয়ে মির্জা ফখরুল

স্বরাষ্ট্র ও শিক্ষা উপদেষ্টার পদত্যাগ দাবি করলেন আন্দোলনরত প্রাথমিক শিক্ষকরা

সুদানে গণহত্যার প্রতিবাদে ঢাকা কলেজে মানববন্ধন

ডাবুয়ায় ৩৯তম ইসলামী সম্মেলন অনুষ্ঠিত: নবীর আদর্শেই শান্তির পথ