স্টাফ রিপোর্টারঃ
দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার শিমুলবাক ইউনিয়নের মুক্তাখাই সরকারী প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরী তোফায়েল আহমদকে রশি দিয়ে গাছে বেঁধে মধ্যযুগীয় কায়দায় নির্যাতনকারী শাহনুরকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা যায়,বৃহস্পতিবার
ভোর ৪ ঘটিকায় জেলার জামালগঞ্জ থানাধীন লালবাজার এলাকা থেকে অত্র দক্ষিণ সুনামগঞ্জ থানার অফিসার ইনচার্জ কাজী মুক্তাদির হোসেনের দিকনির্দেশনায় তদন্তকারী কর্মকর্তা থানা পুলিশের এস আই জয়নাল আবেদীন সংঙ্গীয় ফোর্সসহ ২৪ ঘন্টার বিশেষ অভিযান পরিচালনা করে অত্র থানার মামলা নং ০৬,তারিখ ৮ ডিসেম্ভর ২০২০ইং এর একমাত্র আসামী উপজেলার মুক্তাখাই গ্রামের মনোয়ার আলীর ছেলে শাহনুর মিয়াকে গ্রেফতার পূর্বক আইনের আওতায় আনা হয়েছে। ধৃত আসানীকে পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
উল্লেখ্য যে, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার শিমুলবাক ইউনিয়নের মুক্তাখাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরী তোফায়েল আহমদকে গত ৭ই ডিসেম্বর সোমবার
গাছে বেঁধে রেখে মধ্যযুগীয় কায়দায় নির্যাতনের স্বীকার দপ্তরী মোঃ তোফায়েল আহমদ বাদী হয়ে একই গ্রামের মনোয়ার আলীর পুত্র শাহনুর মিয়ার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন।
দক্ষিণ সুনামগঞ্জ থানার অফিসার ইনচার্জ কাজী মুক্তাদীর হোসেন বলেন,অভিযোগ পেয়েই বিশেষ অভিযান চালিয়ে আসামীকে গ্রেফতার করা হয়েছে।