ঢাকামঙ্গলবার , ১ জুলাই ২০২৫
  1. সর্বশেষ

চেক প্রতারনার মামলায় শিল্পপতির ১ বৎসরের জেল ও এক কোটি ১৫ লক্ষ টাকা জরিমানা

প্রতিবেদক
নিউজ ভিশন
২৪ অক্টোবর ২০১৯, ১০:৪৫ অপরাহ্ণ

Link Copied!

প্রেস বিজ্ঞপ্তি ঃ

চেক প্রতারনার মাধ্যমে জনৈক ব্যবসায়ীর এক কোটি পনের লক্ষ টাকা আত্মসাতের অভিযোগে এয়াকুব গ্র“প অব ইন্ডাষ্ট্রিজ এর মালিক এয়াকুব আলীর বিরুদ্ধে দায়েরকৃত মামলায় আসামীকে ১বছরের কারাদন্ড এবং এক কোটি ১৫ লক্ষ টাকার অর্থদন্ডের রায় দিয়েছেন চট্টগ্রামের বিজ্ঞ ৬ষ্ঠ যুগ্ম মহানগর দায়রা জজ মোঃ রাশেদ তালুকদার এর আদালত। ঘটনার বিবরনে প্রকাশ ডবলমুরিং থানাধীন আগ্রাবাদ জাবেদ টাওয়ারস্থ দিব্য ইন্টারন্যাশনাল লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক বিশিষ্ট ব্যবসায়ী বিশ্বজিত দে এর সাথে অভিযুক্ত এয়াকুব আলীর দীর্ঘ দিনের সুসর্ম্পকের সুবাধে আসামী এয়াকুব আলী অভিযোগকারীর নিকট হতে এক কোটি পনের লক্ষ টাকা হাওলাত গ্রহণ করে। আসামী উক্ত টাকা পরিশোধের জন্য সাউথ বাংলা এগ্রিকালচার এ্যান্ড কমার্স ব্যাংক লিঃ-এ আসামীর মালিকানাধীন ও পরিচালনাধীন সেইফওয়ে সার্ভিস নামীয় প্রতিষ্ঠানের হিসাবের বিপরীতে ১,১৫,০০,০০০/- (এক কোটি পনের লক্ষ) টাকার সিডিবি ০৪৭৫১৫৬ নং চেক ইস্যু করে। আসামীর স্বাক্ষরিত ও ইস্যুকৃত চেকটি অপর্যাপ্ত তহবিল মন্তব্যে ডিজঅনার হওয়ায় আসামীকে আইনের বিধান মতে নোটিশ প্রদাণের পর বিজ্ঞ সিএমএম আদালতে বাদী গত ১৫/১০/২০১৮ইং তারিখে এ মামলা দায়ের করেন। পরবর্তীতে মামলাটি বিচার নিষ্পত্তির জন্য ৬ষ্ঠ যুগ্ম মহানগর দায়রা জজ আদালত, চট্টগ্রামে বদলী হইয়া আসিলে মামলায় আসামীর বিরুদ্ধে অভিযোগ গঠন পূর্বক পরবর্তী সাক্ষ্য গ্রহণ শেষে অদ্য বিজ্ঞ আদালত আসামীর বিরুদ্ধে আনীত অভিযোগ সন্দেহাতিত ভাবে প্রমানিত হওয়ায় উক্ত রায় প্রচার করেন। আসামী আত্মসমর্পন হওয়ার বা গ্রেপ্তার হওয়ার দিন হতে সাজার রায় কার্যকর হবে। বাদী পক্ষে মামলা পরিচালনা করেন এডভোকেট এ.এম.জিয়া হাবীব আহসান, এডভোকেট প্রদীপ আইচ দীপু ,এডভোকেট সাইফুদ্দিন খালেদ, এডভোকেট মোঃ হাসান আলী, এডভোকেট মোঃ বদরুল হাসান প্রমুখ এবং আসামী পক্ষে মামলা পরিচালনা করেন মোহাম্মদ কফিল উদ্দিন চৌধুরী এবং রাস্ট্র পক্ষে মামলা পরিচালনা করেন অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মোহাম্মদ আলম।

236 Views

আরও পড়ুন

ঐতিহাসিক বটতলার হামদ নাতের আসর শেষে শিক্ষার্থীরা পেলেন বই

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ৭৬ কোটি ১০ লাখ টাকার বাজেট পাশ

মানসিক ভারসাম্যহীন যুবতী ধর্ষণের শিকার, এলাকায় উত্তেজনা

পটিয়ায় চাপড়া প্রাথমিক বিদ্যালয়ে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

চকরিয়া বমুবিলছড়িতে মৎস্যর সচেতনতা সভা ও ভিজিএফ বিতরণ

ওআইসিভুক্ত দেশগুলোকে ইসলামোফোবিয়ার বিরুদ্ধে বিশ্বব্যাপী সোচ্চার হতে হবে – যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ ভূইয়া

স্ক্যাবিস: এক নীরব মহামারী

দলীয় প্রধানরা লড়তে পারেন যেসব আসনে

দিয়ারা সেটেলমেন্ট পেশকারের প্রকাশ্যে ঘুস লেনদেনে নামে মাত্র বদলি জনমনে ক্ষোভ,
শীগ্রই প্রজ্ঞানন্দ ও আলমগীরের বিরুদ্ধে স্থায়ী ব্যবস্থা নেয়া হবে উপসচিব মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান

হকি খেলতে চীনে যাচ্ছেন শান্তিগঞ্জের নাদিরা তালুকদার ইমা

শেরপুরে ইউনাইটেড হাসপাতাল থেকে চুরি হওয়া নবজাতক উদ্ধার : আটক-১

শিক্ষার আলোকবর্তিকা মরহুম মোঃ আব্দুল মজিদের স্মরণসভা