ঢাকামঙ্গলবার , ৫ নভেম্বর ২০২৪
  1. সর্বশেষ

পুলিশ রিপোর্ট প্রত্যাখ্যান;
চাঞ্চল্যকর ৫বছরের শিশু ধর্ষণের মামলায় সরাসরি অভিযোগ আমলে নিলেন আদালত

প্রতিবেদক
নিউজ এডিটর
৮ মার্চ ২০২২, ১:০২ পূর্বাহ্ণ

Link Copied!

মানবাধিকার প্রেস বিজ্ঞপ্তি

নিহতের উপর দায় চাপিয়ে ৫বছরের শিশু কন্যা ধর্ষণের মূল আসামীকে ডিবি পুলিশ তদন্তে বাদ দিলেও সামগ্রীক বিষয় বিবেচনায় সরাসরি অভিযোগ আমলে নিলেন আদালত।

গতকাল ০৭/০৩/২২ ইং নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল -৪ এর বিচারক মোঃ জামিউল হায়দার এর আদালত আকবর শাহ থানা পুলিশ ও পরবর্তীতে ডিবি পুলিশের প্রদত্ত তদন্ত প্রতিবেদন, বাদীর এজাহার, ভিকটিমের জবানবন্দি, মেডিকেল পরীক্ষার রিপোর্ট সহ বাদীপক্ষে নিয়োজিত মানবাধিকার এডভোকেটগণের বক্তব্য শুনানী শেষে ৭২ বছর বয়সী একমাত্র আসামীর বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ ও তৎ সংশোধন-২০০৩ এর ৯(১) ধারায় অভিযোগ আমলে নিয়ে আগামী ০৪/০৪/২০২২ইং চার্জ শুনানীর জন্য দিন ধার্য্য করেন।

সিএমপি’র আকবার শাহ থানায় ৭২বছরের বৃদ্ধ নির্মল চন্দ্র আইচ কর্তৃক ৫বছরের কন্যা শিশু ধর্ষণের চাঞ্চল্যকর মামলায় পুলিশের চূড়ান্ত প্রতিবেদন প্রত্যাখ্যান করেছে আদালত। এজাহারকারী ভিকটিমের পিতার পক্ষে মানবাধিকার সংগঠন বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশন (বিএইচআরএফ) এর দাখিলীয় নারাজী পিটিশন শুনানী শেষে আদালত ডিবি,চট্টগ্রামকে ডিএনএ রিপোর্ট সহ তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন ।

অভিযোগে প্রকাশ, চট্টগ্রাম নগরের আকবার শাহ থানার বেলতলী ঘোনা এলাকায় দরিদ্র রিক্সাওয়ালার কন্যা শিশু ভিকটিমকে শ্যাম্পু ও বেলুন কিনে দেয়ার প্রলোভন দেখিয়ে ধর্ষনের অভিযোগে মৃত উপেন্দ্র চন্দ্র আইস এর পুত্র নির্মল চন্দ্র আইস (৭২) এর বিরুদ্ধে ভিকটিমের শিশু ভিকটিমের পিতা মোঃ সাজু মিয়া বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ ও তৎ সংশোধন-২০০৩ এর ৯(৪)ক ধারায় আকবর শাহ থানায় মামলা দায়ের করেন।

মামলার তদন্ত কর্মকর্তা ভিন্ন থানায় পুলিশের ক্রস ফায়ায়ে নিহত জনৈক সন্ত্রাসী বেলাল হোসেন কে শিশু ধর্ষক সাজিয়ে মূল অভিযুক্তকে চার্জশীট থেকে বাদ দিয়ে এস.আই বিকাশ চন্দ্র শীল গত ২৯/০৯/২০২০ইং তারিখে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করেন।

উক্ত প্রতিবেদনের প্রেক্ষিতে বাদীপক্ষের নারাজীর ভিত্তিতে আদালত অধিকতর তদন্তের জন্য ডিবি পুলিশকে নির্দেশ দেন। পরবর্তীতে গত ২৩/১১/২০২১ইং তারিখে মহানগর গোয়েন্দা পুলিশ বন্দর এর ইন্সপেক্টর প্রিটন সরকার পূর্ববর্তী প্রতিবেদন অনুসরণ করে একই ভাবে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করেন।

উক্ত প্রতিবেদনের বিরুদ্ধে বাদী পুনরায় নারাজী দাখিল করলে আদালত শুনানী অন্তে এজাহার, ভিকটিমের জবানবন্দি, মেডিকেল পরীক্ষার রিপোর্ট এবং মানবাধিকার এডভোকেটগণের বক্তব্য শুনানী শেষে উভয় প্রতিবেদন প্রত্যাখ্যান করে আসামীর বিরুদ্ধে আনীত অভিযোগ সরাসরি আমলে নিয়ে আগামী ০৪/০৪/২০২২ইং তারিখ চার্জ শুনানীর জন্য দিন ধার্য্য করেন।

বাদীপক্ষে মামলার শুনানীতে অংশগ্রহণ করেন মানবাধিকার এডভোকেটগণ যথাক্রমে- এডভোকেট এ.এম জিয়া হাবীব আহসান, এডভোকেট এ.এইচ.এম জসিম উদ্দিন, এডভোকেট মোঃ সাইফুদ্দিন খালেদ, এডভোকেট মোঃ হাসান আলী, এডভোকেট মোহাম্মদ বদরুল হাসান, এডভোকেট জিয়া উদ্দিন আরমান প্রমুখ। রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন স্পেশাল পিপি নিখিল কুমার নাথ এবং আসামীপক্ষে শুনানীতে অংশগ্রহন করেন এডভোকেট উত্তম কুমার দত্ত প্রমুখ।

269 Views

আরও পড়ুন

শেরপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যা মামলায় গ্রেফতার ১

বুক রিভিউ:সময়ের ছবি ‘নীরব কোলাহল’

মৌলভীবাজারে সোনার বাংলা আদর্শ ক্লাবের ৬ষ্ঠ মেধা যাচাই প্রতিযোগিতা অনুষ্ঠিত

হাওরের জনপদ এখন উচ্চশিক্ষায় আরো এগিয়ে যাবে–ড. মোঃ আবু নঈম শেখ

রাবিতে গ্রীন ভয়েস এর নেতৃত্বে মাহিন-সিরাজুল

ডেকে নিয়ে হত্যা করা হয় মনিরকে

নাইক্ষ্যংছড়িতে ঝুলন্ত অবস্থায় গৃহবধূর লাশ উদ্ধার !!

আগামী দিনের রাজনীতি হবে তারেক রহমানের নেতৃত্বে নতুন বাংলাদেশ গড়ার রাজনীতি: নাজমুল মোস্তফা আমিন

নাটোরে অস্ত্রসহ আওয়ামীলীগ নেতা ও তার সহযোগী আটক

দুর্লভ নিদর্শনে সমৃদ্ধ এশিয়াটিক সোসাইটি ঐতিহ্য জাদুঘর

রাবিতে ছাত্র উপদেষ্টার আহবানে গাছ থেকে পেরেক অপসারণ

শান্তিগঞ্জে জাতীয় সমবায় দিবস উদযাপন উপলক্ষ্যে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত