মাদারীপুর জেলার প্রতিনিধি
সৌরভ
মাদারীপুরে পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার হয়েছে। গতকাল গভীর রাতে সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নের উত্তর ঝিকরহাটি এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ জানায়, গোপন তথ্যের ভিত্তিতে জেলা পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়। এসময় দুইজনকে আটক করা সম্ভব হলেও আরও দু’জন পালিয়ে যায়। উদ্ধার হওয়া গাঁজার পরিমাণ প্রায় ২০০ কেজি, যার আনুমানিক বাজার মূল্য প্রায় ৪০ লাখ টাকা।
অভিযানে নেতৃত্ব দেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) জাহাঙ্গীর আলম। তার সঙ্গে ছিলেন সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার, সদর মডেল থানার ওসি এবং জেলা গোয়েন্দা শাখার কর্মকর্তারা।
গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন নান্নু দর্জি ও নুরু দর্জি। অপরদিকে পালিয়ে যাওয়া এনামুল দর্জি ও সুমন দর্জির বিরুদ্ধে মাদকসহ একাধিক মামলা রয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
ঘটনার পর সদর মডেল থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।