ঢাকাশুক্রবার , ১৭ মে ২০২৪
  1. সর্বশেষ

সুনামগঞ্জে গাছে বেধে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন

প্রতিবেদক
নিউজ ভিশন
২ ফেব্রুয়ারি ২০২১, ৯:৪৫ অপরাহ্ণ

Link Copied!

মিজানুর রহমান রুমান: তাহিরপুরে গাছে বেঁধে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন করেছে সুনামগঞ্জ অনলাইন প্রেসক্লাব ও সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির একাংশ। মঙ্গলবার দুপুরে পৃথক দুটি স্থানে মানববন্ধন করে সাংবাদিক সংঠগন। সকালে ট্রাফিক পয়েন্টে সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি বিন্দু তালুকদারের উদ্যোগে এবং দুপুরে কোর্ট প্রাঙ্গনে সুনামগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সভাপতি একে মিলনের উদ্যোগে মানববন্ধন করা হয়। মানববন্ধনে বক্তারা তাহিরপুরে সাংবাদিক কামাল হোসেনকে নির্মমভাবে গাছের সাথে বেধে নির্যাতনের প্রতিবাদ জানান এবং ঘটনার আড়ালে যে প্রভাবশালী চক্র জড়িত তাদেরকে আইনের আওতায় নিয়ে আসার দাবী করেন।

বার বার সাংবাদিকরা মিথ্যা মামলায় হয়রানী ও নির্যাতনের শিকার হলেও ঘটনার সাথে যে বা যারা জড়িত তাদেরকে আইনের আওতায় নিয়ে আসায় সাংবাদিক নির্যাতনের ঘটনার দিন দিন বেড়েই চলছে। সাংবাদিকরা ব্যক্তিগতভাবে কাহারো শত্রু নয়। তাদের পেশাগত দায়িত্বপালন করতে গিয়েই প্রভাবশালীদের রোশানলের শিকার হতে হয়। বর্তমান পুলিশের আইজি বেনজির আহমদ বার বার বলছেন সাংবাদিকদের দিকে কেউ চোখ দিলে তার চোখ উপরে ফেলা হবে কিন্তু বাস্তবে ঘটছে তার উল্টো। এ ধরনের জগন্যতম ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সাংবাদিক নেতারা বলেন, কামাল হোসেনকে যারা প্রকাশ্যে গাছে বেধে নির্মমভাবে নির্যাতন করেছে তাদের আগামী ৪৮ ঘন্টার ভিতরে আটক করতে হবে।

অন্যথায় সাংবাদিক সমাজ দুর্বার আন্দোলন গড়ে তুলবে। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ মুক্তিযোদ্ধালীগের সুনামগঞ্জ জেলা সভাপতি ও সিনিয়র আইনজীবী এড. আসাদুল্লাহ সরকার, দৈনিক হাওরাঞ্চলের কথা’র সম্পাদক ও সুনামগঞ্জ অনলাইন প্রেসক্লাবের প্রধান উপদেষ্ঠা মাহতাব উদ্দিন তালুকদার, বঙ্গবন্ধু আইনজীবী পরিষদের সভাপতি এড. আলমনুর হীরা, জেলা জজ কোর্টের এপিপি এড. দেবেশ কুমার তালুকদার, জেলা স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক এড. বুরহান উদ্দিন, মাধ্যমিক সহকারী শিক্ষক সমিতির সভাপতি রুহুল আমিন, অনলাইন প্রেসক্লাবের সাধারন সম্পাদক আফজাল হোসেন, আনন্দটিভি জেলা প্রতিনিধি মো: এমরান হোসেন, সহ-সাধারন সম্পাদক বিপলূ রঞ্জন দাস, অনলাইন প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম. দৈনিক হাওরাঞ্চলের স্টাফ রিপোর্টার আবুল হানিফসহ বিভিন্ন স্তরের সাংবাদিক, আইনজীবী ও সুশীল সমাজের প্রতিনিধিরা। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৪জনকে আটক করেছে পুলিশ।

আটককৃতরা হলেন উপজেলার বাদাঘাট ইউনিয়নের ঘাগটিয়া গ্রামের সামছু মিয়ার ছেলে ফয়সাল আহমদ (১৯) একই গ্রামের শাহনুর মিয়ার ছেলে আনহারুর ইসলাম (২০), শাবিরুল ইসলামের ছেলে তাহির হোসেন (২২), মৃত গোলাম হোসেনের ছেলে মাসরিবুল ইসলাম (২৬)। আটকের বিষয়টি নিশ্চিত করেছে সুনামগঞ্জ সহকারী পুলিশ সুপার তাহিরপুর সার্কেল বাবুল আখতার। উল্লেখ্য গত ১ ফেব্রুয়ারী তাহিরপুর উপজেলার যাদুকাটা নদীতে অবৈধভাবে বালি পাথর উত্তোলনের ছবি ও তথ্য সংগ্রহ করতে গেলে বালি খেকো চক্রের সদস্যরা সাংবাদিক কামাল হোসেনকে ধরে নিয়ে যায় স্থানীয় ঘাগড়া নতুন বাজারে। সেখানে গাছের সাথে বেধেঁ অমানবিকভাবে নির্যাতন করে। বর্তমানে সাংবাদিক কামাল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

84 Views

আরও পড়ুন

কবি ফিরোজ খানের কবিতা

নাইক্ষংছড়িতে প্রিজাইডিং সহকারী প্রিজাইডিং ও পোলিং অফিসারদের প্রশিক্ষণ !!

লোহাগাড়ার আজিজ কাতারে মারা গেলো স্ট্রোকে

যশোরে মেলার নামে চলছে সর্বনাশা লটারি!

গৃহবধূকে পিটিয়ে হ’ত্যা, স্বামী–শশুড়-শাশুড়ী পলাতক

নাগরপুরে ভাইস চেয়ারম্যান প্রার্থী বিএনপি নেতা গোলাম বহিষ্কার

বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে ঘূর্ণিঝড় ‘রেমাল’

আদমদীঘিতে ভোট গ্রহনকারি কর্মকার্তদের প্রশিক্ষন উদ্বোধনী সভায় বগুড়া জেলা প্রশাসক

না ফেরার দেশে চলে গেলেন ইবির গণিত বিভাগের মেধাবী ছাত্রী সামিয়া

বোয়ালখালীতে আগুনে পুড়েছে ৩টি দোকান

কুবি ছাত্রের বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগ

মুক্তি পেলেন বিএনপি নেতা হাবিব উন নবী খান সোহেল