বিশেষ প্রতিনিধি : সুনামগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে আউটসোর্সিং নিয়োগে ঘুষ বাণিজ্য ও চরম অনিয়মের অভিযোগ তুলেছেন একাধিক ভুক্তভোগী। শুক্রবার বিকেলে সুনামগঞ্জ প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তারা এসব অভিযোগ করেন।
ভুক্তভোগীরা জানান, বিগত ৫-৬ বছর ধরে তারা আউটসোর্সিং পদে চাকরি করলেও মেয়াদ শেষ হওয়ার পর বর্তমান পরিচালক মাহবুবুর রহমান স্বপন ঘুষ দাবি করেন মেয়াদ বাড়ানোর শর্তে। তাদের আন্দোলনের পর পুলিশি হামলার মুখে পড়েন বলেও অভিযোগ করেন।
পরবর্তীতে স্থানীয় প্রশাসন ও বিভিন্ন পক্ষের মধ্যস্থতায় প্রতিশ্রুতি দেওয়া হয়—নতুন নিয়োগে তাদের অগ্রাধিকার দেওয়া হবে। কিন্তু বাস্তবে এখন মোটা অঙ্কের ঘুষ ছাড়া কোনো নিয়োগ হচ্ছে না বলে দাবি তাদের।
হাসপাতাল পরিচালকের বিরুদ্ধে ঘুষ নেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগও উত্থাপন করেন তারা।সংবাদ সম্মেলনে দুর্নীতির সুষ্ঠু তদন্ত ও পুরনো কর্মীদের পুনর্বহালের দাবি জানানো হয়।উপস্থিত ছিলেন নাগরিক সমাজের প্রতিনিধি, মানবাধিকার কর্মী ও সাংবাদিকরা।