ঢাকাশুক্রবার , ৯ মে ২০২৫
  1. সর্বশেষ

মহেশখালীতে পাওনা টাকা চাওয়ায় ৫ জনকে কুপিয়ে জখম

প্রতিবেদক
নিউজ ডেস্ক
৩০ মে ২০২৪, ৮:০৮ অপরাহ্ণ

Link Copied!

নিজস্ব প্রতিনিধিঃ

কক্সবাজারের মহেশখালীতে পাওনা টাকা চাওয়ায় ৫ জনকে কুপিয়ে জখম করেছে টিপু সোলতানের নেতৃত্বে ৫/৬জনের একটি দল।

২৯ মে (বুধবার) রাত ৯টার দিকে মাতারবাড়ি ইউনিয়নের নতুনবাজার সিএনজি স্টেশনের রশিদ মার্কেটে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন— মাতারবাড়ি উত্তর মিয়াজির পাড়া গ্রামের মৃত জহির আহমদের পুত্র হাসনাত হোসাইন, তার ভাই শহিদুল ইসলাম সানিক, মৃত জয়নাল আবেদীনের পুত্র কামাল হোসাইন, রিয়াজুল হকের পুত্র মোহাম্মদ হোসাইন, মনহাজী গ্রামের হামজা মিয়ার পুত্র শওকত ওসমান ছোটন।

ভুক্তভোগী শহিদুল ইসলাম সানিক বলেন— গত ২০১৬ সাল থেকে মাতারবাড়ি সিকদার পাড়া গ্রামের ওসমান গণির পুত্র টিপু সোলতাদের সাথে যৌথ ব্যবসা করি। এক পর্যায়ে ব্যবসার আমার অংশের ১ কোটি টাকার হিসেব না দিয়ে আত্মসাৎ করে সে। পাশাপাশি অপর অংশীদার আমার চাচাতো ভাই ছোটনের ৩০ লাখ টাকাও হাতিয়ে নেয়।

তিনি আরো বলেন— টিপু সোলতান আমাদের ১ কোটি ৩০ লাখ টাকা ফেরত না দিলে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের অবহিত করি। তাতেই ক্ষিপ্ত হয়ে উঠে টিপু সোলতান।

আহত হাসনাত হোসাইন, কামাল হোসাইন ও মোহাম্মদ হোসাইন জানান— বুধবার রাতে টিপু সোলতান, ইমরানুল হক, সালাহ উদ্দিন সুজন, আবদুল কাদেসহ ২/৩ জন লোক অস্ত্রসস্ত্র নিয়ে ব্যবসায়িক অফিসে হামলা চালিয়ে ভাংচুর চালায়। এতে বাঁধা দিলে তারা ৫ জনকে কুপিয়ে গুরুত্বর আহত করে। পরে অফিসের ক্যাশ থেকে ৫ লাখ ১০ হাজার টাকা নিয়ে যায়। অপরদিকে আসবাবপত্র ও মোটরসাইকেল ভাংচুর করে ৮০ হাজার টাকার ক্ষতি সাধন করে।

স্থানীয়রা জানান— আহতদের অবস্থা গুরুতর হওয়ায় তাদের মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করেন।

এই বিষয়ে মহেশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) সুকান্ত চক্রবর্তী জানিয়েছেন—ঘটনার বিষয়ে অভিযোগ হাতে পেয়েছেন। তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন তিনি।

327 Views

আরও পড়ুন

স্ক্যাবিস: প্রতিরোধে জনসচেতনতা প্রয়োজন

বিশ্বম্ভরপুরে ইউএনও এর বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ মিছিলের প্রতিবাদে সাংবাদ সম্মেলন

টেকনাফে পৃথক অভিযানে২০হাজার ইয়াবা উদ্ধার,রোহিঙ্গাসহ আটক-২

মহেশখালীতে যুবদল কর্মী খু’ন

শান্তিগঞ্জে পাইকাপন ফুলবাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ড

সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্হায়ী ক্যাম্পাস দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন

অসচ্ছল শিক্ষার্থীর ভর্তির দায়িত্ব নিলেন জবি ছাত্রদল নেতা শাহরিয়ার

বোয়ালখালীতে কাব স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্সের মহা তাঁবু জলসা সম্পন্ন

শিক্ষক-কর্মচারী ঐক্যজোট বোয়ালখালী শাখার সম্মেলন

অর্থাভাবে ভর্তি না হতে পারা শিক্ষার্থীর পাশে জবি ছাত্রদল নেতা বাসিত

টেকনাফে পৃথক অভিযানে পৌনে৪কোটি টাকার মাদকদ্রব্যসহ আটক-২,সিন্ডিকেটের অপর সদস্যরা অধরা

অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সঃ জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি!