মহেশখালী প্রতিনিধি:
কক্সবাজারের মহেশখালীতে শহীদ মিনার থেকে ফয়সাল নামের এক যুবককে তুলে নিয়ে ছুরিকাঘাত ও হাতুড়ি দিয়ে পিটিয়ে পা ভেয়ে দিয়েছে দুর্বৃত্তরা। ২১ ফ্রেব্রুয়ারি (বুধবার) রাত সাড়ে ১২টায় মহেশখালী উপজেলা পরিষদের কার্যালয় সংলগ্ন শহীদ মিনার থেকে তাকে তুলে নিয়ে যাওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।
আহত যুবক ফয়সাল মহেশখালী পৌরসভার আলিশান রোড়ের মুহাম্মদ রশিদের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, রাত ১২টার পর সবাই যখন শহীদ মিনারে ফুল দিচ্ছিলের তখন ৬-৭ জন যুবক এসে ফয়সালকে সিএনজিতে তুলে নিয়ে যায়। এ সময় প্রশানিক কর্তাব্যক্তিরা সেখানেইই উপস্থিত ছিল। তাছাড়া ঘটনাস্থলে অনেক লোকজন থাকলেও কেউ ভয়ে বাধা দেয়নি। পরে তাকে গোরকঘাটা পানবাজার সংলগ্ন মাঠে নিয়ে গিয়ে কোপানো হয় এবং হাতুড়ি দিয়ে পিটিয়ে দুই পা ভেঙে দেওয়া হয়। এরপর ফয়সালকে তার বাড়ির সামনের সড়কে ফেলে দেয় দুর্বৃত্তরা।
হামলাকারীদের সম্পর্কে এখনো সঠিক তথ্য পায়নি জানিয়ে আহতের ভাই নিহাল বলেন, রাতে বাড়ির সবাই ঘুম ছিল।চিৎকার চেঁচামেচিতে ঘুম থেকে উঠে বাইরে এসে দেখা যায় ফয়সাল ভাইয়ের রক্তাক্ত অবস্থায় পড়ে আছে।তিনি আরো বলেন, তার অবস্থা ভালো নয়। তার দুই পায়ের হাড় ভেঙে গেছে। শরীরে বিভিন্ন অংশে জখম রয়েছে। তাকে চিকিৎসার জন্য চট্টগ্রাম নিয়ে যাওয়া হচ্ছে।
মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুকান্ত চক্রবর্তী বলেন, শহীদ মিনারে ফয়সাল নামের এক যুবককের ওপর হামলা হয়েছে বলে হালকা হালকা শুনেছি। তবে কেউ এখনো অভিযোগ দে নাই। অভিযোগ পেলে যথাযথ ব্যবস্থা নিব।