ঢাকামঙ্গলবার , ২৬ নভেম্বর ২০২৪
  1. সর্বশেষ

প্রথম স্বামীকে ডিভোর্স না দিয়েই ২য় বিয়ে; তথ্য গোপন করে স্বাস্থ্য কমপ্লেক্সে চাকরি।

প্রতিবেদক
নিউজ ডেস্ক
২৬ নভেম্বর ২০২৩, ২:৫৩ পূর্বাহ্ণ

Link Copied!

মোঃ পারভেজ সরকার-

সিরাজগঞ্জের রায়গঞ্জে বিয়ের তথ্য গোপন করে মিড ওয়াইফ পদে চাকরি নেয়া এবং প্রথম স্বামীকে ডিভোর্স না দিয়েই ২য় বিয়ে করার অভিযোগ উঠেছে লুবনা জাহান মীম নামে এক নারীর বিরুদ্ধে।

অভিযুক্ত নারী কাজীরপুর উপজেলার চর ভানুডাঙ্গা এলাকার হযরত আলীর মেয়ে। তথ্য গোপন করে চাকুরির বিষয়টি নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

অনুসন্ধানে জানা যায়, পাবনা জেলার সাথিয়া থানার কাশিনাথপুর এলাকার জাকারিয়া হোসাইনের সঙ্গে ফেসবুকে পরিচয় হয় লুবনা জাহান মীমের। পরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। যার ফলশ্রুতিতে ২০১৯ সালের ১৬ ডিসেম্বর তারা বিয়ে করেন।

অভিযুক্ত লুবনা জাহান মীমের প্রথম স্বামী ভুক্তভোগী জাকারিয়া হোসাইন জানান, বিয়ের পর আমরা ঢাকাতে সংসার শুরু করি। তারপর আমার স্ত্রীর রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চাকরি হয়। যেখানে আমাদের বিয়ের কথা অস্বীকার করে অবিবাহিত মর্মে চাকরিতে যোগ দেয়।

তার স্ত্রী পরকীয়াতে আসক্তের বিষয়ে জানতে পেরে সাথে সাথে স্ত্রীর বিরুদ্ধে পাবনা সাথিয়া থানায় জিডি করেন। পরে তার স্ত্রী সিরাজগঞ্জের রায়গঞ্জ আলাউদ্দিন সরকারের ছেলে পৌর সভায় কর্মরত স্বপন সরকারকে ২ য় বিয়ে করেন, এবং ১ম স্বামীকে কোন প্রকার আইনি নোটিশের মাধ্যমে ডিভোর্স না দিয়েই।

ভুক্তভোগীর দাবি গত ১২-১০-২৩ তারিখে তার নিকট থেকে বিভিন্ন প্রয়োজনে টাকা নিয়ে নেয়। তার পরের দিন১৩- ১০-২৩ তারিখে তাকে জানায় হসপিটাল থেকে ফোন দিয়েছে দ্রুত যেতে হবে এই মর্মে স্বপন সরকার সাথে করে চলে যায় এবং একই দিনেই বিয়ে করে। ২য় বিয়ের আগে মুহূর্তে আমাকে আইনি ভাবে কোন নোটিশ না দিয়ে ডিভোর্স না করে স্বপন সরকারের সাথে বিয়ে করে।

বিয়ের বিষয়ে আমি জানার পর স্বপন সরকার কে আমি ফোন দিয়ে বিষয়টি মিমাংসা করার কথা বললে আমার কথা না শুনে উল্টো আমাকে নানান ভাবে হুমকি ধামকি প্রদান করে ও পরে আমার বাড়িতে আমার স্ত্রীর সাথে করে বখাটেদের নিয়ে এসে হুমকি ধামকি প্রদান করে। পরে আমি আদালতের দারস্থ হয়ে তাদের নামে মামলা দায়ের করি যা চলমান।

অভিযুক্ত লুবনা জাহান মীমের কাছে প্রথম স্বামীর বিষয়ে জানতে চাইলে তিনি জানান, তাকে ভয়ভীতি দেখিয়ে এসব করা হয়েছে। তবে তিনি তার সাথে বিবাহ করেন নাই। সংসার করার বিষয়ে জানতে চাইলে তিনি জানান, যা হয়েছে আমার ইচ্ছের বিরুদ্ধে হয়েছে। তবে কেনো তিনি আইনি পদক্ষেপ নেন নাই এ বিষয়ে এ প্রতিবেদক কে কোন উত্তর দিতে পারেন নি অভিযুক্ত।

এ বিষয়ে অভিযুক্তর ২য় স্বামী স্বপন সরকারের নিকট অভিযুক্ত লুবনা জাহান মীমের বিষয়ে জানতে চাইলে তিনি মুঠোফোনে বলেন, তার আগে বিয়ে হয়েছিলো এটা আমাকে জানায়নি আর আমিও জানতাম না। বিয়ের পর যখন জানতে পারলাম তার ইতিপূর্বে বিয়ে হয়েছে। এবং সেই ছেলে মামলাও করেছে তাই তাকে বলে দিয়েছি আপাতত তোমার সাথে আমার কোন সম্পর্ক নাই। আগে প্রথম স্বামীর ঝামেলা মিটিয়ে আসো তার পর দেখা যাবে। তার কাছে যখন জানতে চাওয়া হলো তাহলে তো আপনিও প্রতারিত হয়েছেন তাহলে কেন আইনের আশ্রয় নিলেন না তিনি কোন উত্তর দেন নি।

পাবনা সাথিয়া থানায় একটা অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী জাকারিয়া হোসাইন।

অভিযোগের ভিত্তিতে পাবনা সাঁথিয়া থানার আওতায় কাশিনাথপুর পুলিশ ফাঁড়িতে কর্মরত এ এস আই মোঃ সাগর আলী জানান, প্রতারণা করে বিয়ে এবং পরে তা অস্বীকার করে অর্থ সম্পদ নিয়ে যাওয়ার বিষয়ে লুবনা জাহান মীম এবং ২য় স্বামীর সাথে যোগাযোগ করা হলে তারা বিষয়টি নিয়ে কোন কথা বলেনি। এমতাবস্থায় বাদীকে বিজ্ঞ আদালতের শরণাপন্ন হওয়ার জন্য বলা পরামর্শ দেওয়া হয়েছে। এবিষয়ে আদালতে মামলাও করেছেন ভুক্তভোগী।

এব্যপারে রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আমীমুল ইহসান তৌহিদ জানান, লিখিত অভিযোগ পেলে উর্ধতন কর্মকর্তার সাথে কথা বলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার বিধান থাকলে সেটা নেওয়া হবে।#

171 Views

আরও পড়ুন

শান্তিগঞ্জের জয়কলসে বিএনপির কর্মীসভা

শান্তিগঞ্জে সিলেট-সুনামগঞ্জ সড়কে সংকেতহীন স্পিড ব্রেকার,দূর্ঘটনার আশঙ্কা

বুটেক্স শিক্ষার্থীদের উপর ঢাকা পলিটেকনিক শিক্ষার্থীদের হামলা, আহত অর্ধ শতাধিক

পাঠকের অনুভূতিতে ❝কলিজার আধখান❞

অন্তর্বর্তী সরকারের কার্যক্রমে বিএনপি সন্দেহ করছে–ড. হুমায়ুন কবির

বিশ্বরূপ চন্দ্র বিশ্বাসের কবিতা:- হাসি

শান্তিগঞ্জে জমিয়তের গণসংবর্ধনা ও কাউন্সিল শুক্রবার

শান্তিগঞ্জে জমিয়তের গণ সমাবেশ সফল করার লক্ষে সংবাদ সম্মেলন

আইডিইবির ৫৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আধুনগর পলিটেকনিক ইনস্টিটিউটের র‌্যালি ও আলোচনা সভা

দোয়ারাবাজারে এফআইভিডিবি’র স্বাস্থ্য সামগ্রী বিতরণ

বোয়ালখালীর নব যোগদানকৃত শিক্ষা অফিসার হারুন উর রশীদকে বরণ