শামীম পারভেজ – রাজশাহী থেকে–
রাজশাহীর পুঠিয়ায় ৯২০ পিস ইয়াবাসহ জয়নাল আবেদনী (৫০) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৫। আটক মাদক ব্যবসায়ী উপজেলার ধোপাপাড়া হাড়োখালি এলাকার মৃত নাসির মন্ডলের ছেলে। রোববার দুপুর সাড়ে ১২টার দিকে তাকে আটক করা হয়।
র্যাব জানায়, র্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল রোববার রাজশাহী জেলার পুঠিয়া থানাধীন হাড়োখালী ধোপাপাড়া এলাকায় অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী জয়নালকে ৯২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করে। আসামীর বিরুদ্ধে পুঠিয়া থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে।