ঢাকাবুধবার , ৩ ডিসেম্বর ২০২৫
  1. সর্বশেষ

ন্যায্যমূল্য পণ্য নয় ছয় করে সওজের জায়গায় বহুতল ভবন নির্মাণ আওয়ামী লীগ নেতা আবুল কাসেম।

প্রতিবেদক
নিউজ ডেস্ক
২২ জুন ২০২৫, ১:০৭ অপরাহ্ণ

Link Copied!

নুরুল ইসলাম
নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে জনভোগান্তি কমাতে সারা দেশে ন্যায্যমূল্যের দোকান চালু করে সরকার। যেকোনো স্থানে ‘ন্যায্যমূল্য’ শব্দের উল্লেখ ক্রেতাদের আকৃষ্ট করছে ভীষণ। এ অবস্থায় ‘ন্যায্যমূল্য’ শব্দের ব্যবহার করে ব্যাবসা চালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে কক্সবাজার ন্যায্যমূল্য পণ্যের ডিলার আওয়ামী লীগ নেতা আবুল কাসেমের বিরুদ্ধে। যেখানে দারিদ্র্যসীমার নিচে বসবাসকারী পরিবারের জন্য চাল, গম, তেল, ডাল, চিনির মতো নিত্যপ্রয়োজনীয় পণ্যের স্থায়ী রেশনের ব্যবস্থা করার
ফলেও গ্রাহকেরা তাঁদের চাহিদামতো পণ্য পান না।
কক্সবাজার ঝিলংজা ইউনিয়নের বাস টার্মিনাল এলাকায় আওয়ামী লীগ নেতা কাসেম ন্যায্য মূল্য ডিলার থেকে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। স্থানীয়দের মতে আওয়ামী শাসন আমলে দলের প্রভাব কাটিয়ে কক্সবাজার টার্মিনাল এলাকায় ন্যায্যমূল্য পণ্যের দোকান নেয় আবুল কাসেম। সরকারি ভাবে ১০০০ পরিবারের জন্য পণ্য আসলেও ৩০/৪০০ পরিবারকে দিয়ে বাকী চাল,ডাল,তেল,আটা, ময়দা কাগজে কলমে এদিক সেদিক করে দাম ধরে স্বাভাবিক মূল্যে বিক্রি করে। ফলে সরকার সাধারণ মানুষের জন্য ন্যায্যমূল্যে দিতে তা সবার হাতে পৌঁছায় না। এভাবে ডিলার আবুল কাসেম হাতিয়ে নিয়েছে কোটি কোটি টাকা।
গোপন সূত্রে জানা যায় রামু মেরুল্লাই আওয়ামী লীগ আমলে ডিলারে অনিয়ম করে ৪ খানি জমি করেছে।
সরকার সাধারণ মানুষের ভোগান্তি কমাতে ন্যায্যমূল্য পণ্যের সুবিধা দিয়ে আসলেও অসাধু ব্যবসায়ী আবুল কাসেম তা বাজার মূল্যে বিক্রি আসছে। স্থানীয় জনসাধারণের সাথে কথা বলে জানা যায়, সে ৩/৪ শত পরিবারকে নাম মাত্র দেখানোর উদ্দেশ্যে ন্যায্য মূল্য পণ্য বিক্রি করলেও স্বাভাবিক মূল্যে পণ্য বিক্রি করে আসছে এবং কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে। সে কাগজে কলনমে এদিক সেদিক করে সাধারণ মানুষের অধিকারকে লুন্ঠন করেছে।
নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় একজন জানান, আমি প্রতি মাসে চাল ও অন্যান্য পণ্য তার কাছে থেকে ক্রয় করি। সে বাড়িতে পণ্য পাঠিয়ে দেই এবং তা স্বভাবিক মূল্যে দিয়ে বিক্রয় করে।
এভাবে সাধারণ মানুষের ন্যায্য মূল্যের পণ্য বিক্রি করে হাতিয়ে নিয়ে কোটি টাকার মালিক হয়ে আওয়ামী লীগ আমলে সওজের জায়গায় বহুতল ভবন তৈরি করে।
এব্যপারে প্রথমে জানতে চাইলে আবুল কাসেম আওয়ামী লীগের রাজনীতি ও প্রভাব কাটিয়ে ডিলার পাওয়ার কথা স্বীকার করেন এবং চাল বিক্রির কথা স্বীকার করেন। তিনি বলেন, আমি আওয়ামী লীগের রাজনীতি করতাম, ডিলার নিয়ে শেষের চাল গুলো আমরা বিক্রি করে দিতাম। কিন্তু সওজের জায়গায় বহুতল ভবনের বিষয়ে তিনি নিজের জায়গার ঘর করার কথা বলে অস্বীকার করেন।
এ বিষয়ে স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, আওয়ামী লীগ পালিয়ে গেলেও এখনো তাদের দোসররা তাদের কাজ চালিয়ে যাচ্ছে। এভাবে স্থানীয় গরীব সাধারণ মানুষের ন্যায্য পাওনা থেকে তারা বঞ্চিত হচ্ছে এবং সওজের জায়গা দখল করে ভবন তৈরি করেছে আওয়ামী লীগের এই নেতা। নিজের জায়গা থাকলেও সে ভবনটির অধিকাংশ সওজের জায়গায় করা হয়েছে।
এ ব্যাপারে ইউএনও নিলুফা ইয়াছমিন চৌধুরী বলেন, কোন কোন ডিলার জড়িত এ বিষয়টি তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও পড়ুন

হাসপাতালে বেগম খালেদা জিয়াকে দেখার পর কি বললেন জামায়াত আমীর?

বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় কাপাসিয়া প্রেসক্লাবে বিশেষ দোয়া মাহফিল

কাপাসিয়ায় গাছ কেটে অবৈধভাবে কয়লা তৈরি করার দু’টি চুল্লী ধ্বংস করেছে উপজেলা প্রশাসন

রাউজানের ডাবুয়ায় খালেদা জিয়ার সুস্থতার জন্যে খতমে কুরআন ও দো’য়া মাহ’ফিল

বাঁচতে চায় ব্লাড ক্যান্সারে আক্রান্ত কুবি শিক্ষার্থী অনন্যা

২০২৪-২৫ সেশনের ক্লাস শুরু এবং ৫ দফা দাবি ইডেন শিক্ষার্থীদের

কুবি’র বিজয়-২৪ হলে কালচারাল এন্ড স্পোর্টস উইকের উদ্বোধন

চকরিয়ায় স্বামীর নির্যাতন ও প্রাণনাশের হুমকির অভিযোগ

দোয়ারাবাজারে পরিবার পরিকল্পনা কর্মীদের কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি

বেগম জিয়া দেশের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি, সরকারের প্রজ্ঞাপন

বেগম জিয়া দেশের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি, সরকারের প্রজ্ঞাপন

১১ পেজ ও আইডির বিরুদ্ধে ডিবি কার্যালয়ে মামলা করলেন সাদিক কায়েম

সেন্টমার্টিন থেকে শাহপরীরদ্বীপ আসার পথে স্পিডবোট উল্টে মা-মেয়ের মৃত্যু,আহত-২