ঢাকাশুক্রবার , ৯ মে ২০২৫
  1. সর্বশেষ

টঙ্গীতে জোরপূর্বক জমি দখলের পায়তারা ও প্রাণনাশের হুমকি

প্রতিবেদক
নিউজ ডেস্ক
১১ ডিসেম্বর ২০২৪, ১২:৪৯ অপরাহ্ণ

Link Copied!

নিজেস্ব প্রতিবেদক :

গাজীপুরের টঙ্গীতে জোরপূর্বকভাবে জমি দখলের পায়তারার অভিযোগ পাওয়া গেছে। এতে বাঁধা দেওয়ায় ভুক্তভোগীর পরিবারের সদস্যকে প্রাণনাশের হুমকির অভিযোগও রয়েছে।

গত ৫ ডিসেম্বর টঙ্গীর দত্ত পাড়া কলা বাগান রোডে ডাক্তার বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় ভুক্তভোগী মো. রুমান সরকার বাদি হয়ে মো.আমজাদ হোসেন গং (৩৫), হাবিব মোল্লা (৩৫) শাকিল (৩০)সহ অজ্ঞাতনামা ৮/১০ জনকে আসামি করে টঙ্গী পূর্ব থানা একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগ সূত্রে জানা যায়, মো. রুমান সরকার নামে এক ব্যবসায়ীর বাউন্ডারি ওয়াল জোরপূর্বকভাবে ভেঙ্গে নতুন বাউন্ডারি নির্মাণ করা চেষ্টা করেন আমজাদ হোসেন গংরা।

এ সময় বাদি তার জায়গার উপর বাউন্ডারি তোলার সময় পরিবারের লোকজন নিয়ে বিবাদীদেরকে জিজ্ঞেসাবাদ করিলে তাদের সকলের উপর অতর্কিতভাবে অজ্ঞাতনামা ৮/১০ জনের সন্ত্রাসী বাহিনী মিলে দেশীয় অস্ত্র, সুইস গিয়ার, চাপাতি, লাঠি দিয়ে হামলা করেন। হামলায় বাদির ছোট ভাই নাজমুল, আদনান ও রুমান সরকারের ছোট চাচা জামাল উদ্দিন সরকার গুরুত্বর আহত হয়। সন্ত্রাসীদের হামলায় নাজমুল গুরুত্বর আহত হয়ে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ জেনারেল হাসপাতালে চিকিৎসা গ্রহন করেন।

এ ঘটনায় বাদি মো. রুমান সরকার জানান, এই জমি পৈতৃক ভাবে ৫০ বছর পূর্বে ক্রয় করেছি আমরা। জমির সকল খাজনা ৫০ বছর ধরে আমরা দিয়ে আসতেছি। জমির সকল দলিল আমাদের কাছে আছে, এর আগেও আমজাদ কিছু দুষ্কৃতকারীদের সহযোগিতা নিয়ে এই জমি দখল করার চেষ্টা করে ব্যর্থ হয়েছে। এখন আবার নব্য ভাবে কিছু দুষ্কৃতকারীদের মাধ্যমে জোরপূর্বক জমি দখল করলে আমরা টঙ্গী পূর্ব থানায় অবগত করিলে বিবাদীরা মেরে ফেলার হুমকি প্রদান করে এবং আমার বাড়ি থেকে আমাকে জোরপূর্বকভাবে উচ্ছেদ করবে ও আমাকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে দিবে বলে হুমকি প্রদান করে।

অভিযুক্ত ৪৮ নং ওয়ার্ড বিএনপি সহ যুব বিষয়ক সম্পাদক মো. শাকিল বলেন, আপনি সরেজমিনে এসে সত্যটা যাচাই করে নিউজ করেন। জানা মতে সেখানে কোনো বাউন্ডারি ওয়াল করা হয়নি।

এ বিষয়ে অভিযুক্ত আমজাদ হোসেনের সাথে কথা হলে তিনি জানান,এটা আমার পৈত্রিক সম্পত্তি। আপনারা যাচাই-বাছাই করে দেখেন।

এ বিষয়ে টঙ্গী পূর্ব থানা বিএনপির সভাপতি সরকার জাবেদ আহমদ সুমন বলেন, অভিযোগের বিষয়ে আমার জানা নেই। আপনি সরেজমিনে গিয়ে দুই পক্ষের কথা শুনে যেটা সঠিক এবং সত্য তথ্য দিয়ে নিউজ করেন। বিএনপি নাম ভাঙ্গিয়া কেউ অপরাধ করলে তা বরদাস্ত করা হবে না।

এ বিষয়ে টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ মো. কায়সার আহমদ বলেন, অভিযোগের বিষয়ে তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।

254 Views

আরও পড়ুন

স্ক্যাবিস: প্রতিরোধে জনসচেতনতা প্রয়োজন

বিশ্বম্ভরপুরে ইউএনও এর বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ মিছিলের প্রতিবাদে সাংবাদ সম্মেলন

টেকনাফে পৃথক অভিযানে২০হাজার ইয়াবা উদ্ধার,রোহিঙ্গাসহ আটক-২

মহেশখালীতে যুবদল কর্মী খু’ন

শান্তিগঞ্জে পাইকাপন ফুলবাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ড

সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্হায়ী ক্যাম্পাস দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন

অসচ্ছল শিক্ষার্থীর ভর্তির দায়িত্ব নিলেন জবি ছাত্রদল নেতা শাহরিয়ার

বোয়ালখালীতে কাব স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্সের মহা তাঁবু জলসা সম্পন্ন

শিক্ষক-কর্মচারী ঐক্যজোট বোয়ালখালী শাখার সম্মেলন

অর্থাভাবে ভর্তি না হতে পারা শিক্ষার্থীর পাশে জবি ছাত্রদল নেতা বাসিত

টেকনাফে পৃথক অভিযানে পৌনে৪কোটি টাকার মাদকদ্রব্যসহ আটক-২,সিন্ডিকেটের অপর সদস্যরা অধরা

অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সঃ জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি!