ঢাকাশনিবার , ২১ ডিসেম্বর ২০২৪
  1. সর্বশেষ

জুয়ার আসর থেকে বেরোবির দুই কর্মকর্তা আটক

প্রতিবেদক
নিউজ এডিটর
২৪ অক্টোবর ২০১৯, ৯:৫৮ অপরাহ্ণ

Link Copied!

রাফিউল ইসলাম (রাব্বি) স্টাফ রিপোর্টার, রংপুর:

রংপুরে জুয়ার আসর থেকে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের দুই কর্মকর্তা, কলেজ প্রভাষক ও খাদ্যগুদাম কর্মকর্তাসহ ১২ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) দুপুরে আদালতের মাধ্যমে গ্রেফতার জুয়াড়িদের রংপুর কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। এ বিষয়টি নিশ্চিত করেছেন কাউনিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল ইসলাম।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (২৩ অক্টোবর) রাতে কাউনিয়া উপজেলা বাসস্ট্যান্ডের পানপট্টিতে অভিযান চালানো হয়। এ সময় স্থানীয় হুমায়ন কবির তারার ছোট একটি চালা ঘরে বসানো জুয়ার আসর থেকে বিশ্ববিদ্যালয়ের দুই কর্মকর্তা, কলেজ প্রভাষক ও খাদ্যগুদাম কর্মকর্তাসহ ১২ জনকে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার দুপুরে আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে পাঠানো হয়।

গ্রেফতারকৃতরা হলেন- বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) পরিবহন পুলের উপ-রেজিস্ট্রার তারিকুল ইসলাম (৪৩), বেরোবির প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের সহকারী রেজিস্ট্রার আব্দুর রহিম (৪০), কাউনিয়া নারী কলেজের প্রভাষক হুমায়ন কবির তারা (৪০), নীলফামারীর ডোমার উপজেলার খাদ্যগুদাম কর্মকর্তা এনামুল হক (৪২) সহ কাউনিয়ার নিরঞ্জন চন্দ্র (৩৫), অমল চন্দ্র দেবনাথ (৩৮), মোফাজ্জল হোসেন (৪২), আরিফুল ইসলাম (৩৮), আব্দুল গফুর (৫০), আফাজুল ইসলাম (৪৫), আতাউর রহমান শাহীন (৪৮) এবং মমিনুল ইসলাম (৪০)।

কাউনিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল ইসলাম জানান, গ্রেফতারদের কাছ থেকে বেশ কিছু তথ্য পাওয়া গেছে। সে অনুযায়ী অভিযান চলছে। তারা গোপনে দীর্ঘদিন ধরে সংঘবদ্ধভাবে জুয়ার আসর বসিয়ে খেলছিলেন।

এদিকে রংপুরের কাউনিয়ায় জুয়ার আসর থেকে আটক বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) দুই কর্মকর্তাকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আবু হেনা মুস্তাফা কামাল স্বারিত এক দফতরাদেশে তাদের সাময়িক বহিষ্কার করা হয়।

বৃহস্পতিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মামলায় আটক থাকায় বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের সহকারী রেজিস্ট্রার এস এম আব্দুর রহিম এবং পরিবহন পুলের উপ-রেজিস্ট্রার মো. তারিকুল ইসলামকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।

এর আগে বুধবার রাতে কাউনিয়া উপজেলার বাসস্ট্যান্ড এলাকার চওড়ারহাটে অভিযান চালিয়ে তাদের আটক করে থানা পুলিশ। এ সময় স্থানীয় আরও ১০ জুয়াড়িকে আটক করা হয়।

121 Views

আরও পড়ুন

ক্ষমতায় গেলে নারীদের রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজে ভূমিকা রাখার সুযোগ করে দেব- আমীরে জামায়াত

সিলেট-তামাবিল মহাসড়কে দূর্ঘটনায় নিহত তিন,আহত দুই

দোয়ারাবাজারে শ্রমিক কল্যাণ ফেডারেশনের কমিটি গঠন: সভাপতি আব্দুল হান্নান , সম্পাদক মাও: সাইফুল 

রাজশাহীতে ফ্রি ছানি অপারেশন হচ্ছে ৫০০ রোগীর।

টঙ্গী’তে বাতিঘর ফাউন্ডেশন এর আয়োজনে সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত

উপদেষ্টা হাসান আরিফ না ফেরার দেশে

ফ্যাসিস্ট আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে জাতীয় নাগরিক কমিটির সংবাদ সম্মেলন।

সাংবাদিক সম্মেলনে মুহম্মদ নুরুল ইসলাম
নব্য দোসরদের কারণে কক্সবাজারে সাংবাদিকরা প্রেসক্লাবের সদস্য পদ পাচ্ছে না

টেকনাফে পুলিশে’র অভিযানে একটি অস্ত্র-১০রাউন্ড গুলিসহ আটক-১

কক্সবাজারে কৃষকলীগ নেতাকে পুলিশে দিলো শিক্ষার্থীরা

কক্সবাজারের কৃতিসন্তান মো: সাইফুল্লাহকে পুলিশ সুপার পদে পদোন্নতি

জনগণ ইসলামী দলের মধ্যে ঐক্য কামনা করছে: জামায়াত আমির