ঢাকাবুধবার , ৩০ জুলাই ২০২৫
  1. সর্বশেষ

জুয়ার আসর থেকে বেরোবির দুই কর্মকর্তা আটক

প্রতিবেদক
নিউজ এডিটর
২৪ অক্টোবর ২০১৯, ৯:৫৮ অপরাহ্ণ

Link Copied!

রাফিউল ইসলাম (রাব্বি) স্টাফ রিপোর্টার, রংপুর:

রংপুরে জুয়ার আসর থেকে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের দুই কর্মকর্তা, কলেজ প্রভাষক ও খাদ্যগুদাম কর্মকর্তাসহ ১২ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) দুপুরে আদালতের মাধ্যমে গ্রেফতার জুয়াড়িদের রংপুর কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। এ বিষয়টি নিশ্চিত করেছেন কাউনিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল ইসলাম।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (২৩ অক্টোবর) রাতে কাউনিয়া উপজেলা বাসস্ট্যান্ডের পানপট্টিতে অভিযান চালানো হয়। এ সময় স্থানীয় হুমায়ন কবির তারার ছোট একটি চালা ঘরে বসানো জুয়ার আসর থেকে বিশ্ববিদ্যালয়ের দুই কর্মকর্তা, কলেজ প্রভাষক ও খাদ্যগুদাম কর্মকর্তাসহ ১২ জনকে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার দুপুরে আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে পাঠানো হয়।

গ্রেফতারকৃতরা হলেন- বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) পরিবহন পুলের উপ-রেজিস্ট্রার তারিকুল ইসলাম (৪৩), বেরোবির প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের সহকারী রেজিস্ট্রার আব্দুর রহিম (৪০), কাউনিয়া নারী কলেজের প্রভাষক হুমায়ন কবির তারা (৪০), নীলফামারীর ডোমার উপজেলার খাদ্যগুদাম কর্মকর্তা এনামুল হক (৪২) সহ কাউনিয়ার নিরঞ্জন চন্দ্র (৩৫), অমল চন্দ্র দেবনাথ (৩৮), মোফাজ্জল হোসেন (৪২), আরিফুল ইসলাম (৩৮), আব্দুল গফুর (৫০), আফাজুল ইসলাম (৪৫), আতাউর রহমান শাহীন (৪৮) এবং মমিনুল ইসলাম (৪০)।

কাউনিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল ইসলাম জানান, গ্রেফতারদের কাছ থেকে বেশ কিছু তথ্য পাওয়া গেছে। সে অনুযায়ী অভিযান চলছে। তারা গোপনে দীর্ঘদিন ধরে সংঘবদ্ধভাবে জুয়ার আসর বসিয়ে খেলছিলেন।

এদিকে রংপুরের কাউনিয়ায় জুয়ার আসর থেকে আটক বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) দুই কর্মকর্তাকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আবু হেনা মুস্তাফা কামাল স্বারিত এক দফতরাদেশে তাদের সাময়িক বহিষ্কার করা হয়।

বৃহস্পতিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মামলায় আটক থাকায় বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের সহকারী রেজিস্ট্রার এস এম আব্দুর রহিম এবং পরিবহন পুলের উপ-রেজিস্ট্রার মো. তারিকুল ইসলামকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।

এর আগে বুধবার রাতে কাউনিয়া উপজেলার বাসস্ট্যান্ড এলাকার চওড়ারহাটে অভিযান চালিয়ে তাদের আটক করে থানা পুলিশ। এ সময় স্থানীয় আরও ১০ জুয়াড়িকে আটক করা হয়।

226 Views

আরও পড়ুন

গাইবান্ধা সাঘাটায় সিজু মৃত্যু ঘটনার তদন্তে এডিশনাল ডিআইজি

ছনহরা ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী হলেন রবিউল হোসেন আলভী

কক্সবাজারের শীর্ষ সন্ত্রাসী শফি ডাকাত ব্যাবের হাতে গ্রেফতার

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের হলে গাঁজা ও বুলেট উদ্ধার—প্রশ্ন শিক্ষার পরিবেশ নিয়ে

জুলাই পুনর্জাগরণ উপলক্ষে পেকুয়ায় বাংলাদেশ নৌবাহিনীর মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

কৃষিতে প্রযুক্তির বিপ্লব গবেষক শাহিনুরের এআই মডেল উদ্ভাবন

জামায়াত আমীরের সাথে কোরিয়ার এ্যাম্বেসডর মি.পার্ক ইয়ং সিক এর সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা

তা’মীরুল মিল্লাত গেইট : এক বছর আগে ঘটে যাওয়া জুলাই অভ্যুত্থানের স্মরণে

শান্তিগঞ্জে দাখিল ও এসএসসি কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

ধ্বংস হচ্ছে ছাত্র ও যুব সমাজ
ফুলছড়িতে ইন্টারনেট ও ক্যাবল নেটওয়ার্ক ব্যবসায় আড়ালে জমজমাট ইয়াবা ব্যবসা

চাঁদাবাজ আর দূর্ণীতিবাজদের ধরলে হবে না প্রশ্র‍য়দাতাদেরও বিচার করতে হবে ডা. তাসনিম জারা

মৌলভীবাজারে মণিপুরী মুসলিম শিক্ষার্থী তানভীর পেল আইজিপির সম্মাননা