এ আর রাহাত,জামালপুর প্রতিনিধিঃ
জামালপুর জেলার মেলান্দহ উপজেলা ১০নং ঝাউগড়া ইউনিয়নের টুপকারচর গ্রামে অভিযান চালিয়ে শ্বাশুড়িকে হত্যার দায়ে জামাতাকে গ্রেফতার করেছেন র্যাব-১৪ এর সদস্যরা।
বৃহস্পতিবার দুপুরে জামালপুর র্যাব কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামান বলেন, গত বুধবার ভোরে মেলান্দহ উপজেলার টগারচর এলাকার বাসিন্দা আজিজুল হক তার গোয়াল ঘরে স্ত্রী মোছাঃ সুরাইয়া খাতুনের গলাকাটা মৃতদেহ পরে থাকতে দেখেন।
এ ঘটনায় আজিজুল হক বাদী হয়ে মেলান্দহ থানায় একটি হত্যা মামলা দায়ের করলে র্যাব মামলাটির ছায়া তদন্ত শুরু করে।
পরে বিভিন্ন তথ্য উপাত্ত সংগ্রহ ও বিশ্লেষণ করে র্যাবের একটি আভিযানিক দল বিকালে মেলান্দহ উপজেলার টুপকার চর এলাকায় অভিযান চালিয়ে নিহতের জামাতা মোঃ আসাদ মিয়া(২৮)কে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত আসাদ মিয়া টুপকারচর এলাকার মোঃ রইজ উদ্দিন মন্ডলের ছেলে।
গ্রেফতারকৃত আসাদ মিয়া জানান, বিয়ের পর থেকেই আমার স্ত্রী মোছাঃ রোকিয়া খাতুনের(২২) সাথে আমার নানা কারনে পারিবারিক কলহ চলে আসছিল।
স্ত্রীর সাথে এসব কলহের কারন হিসেবে তিনি তার শ্বাশুড়ী সুরাইয়া খাতুনকে দায়ি করেন এবং সুযোগ বুঝে ধারালো কাঁচি দিয়ে তাকে হত্যা করেন বলে জানান।