আব্দুল মুনতাকিন জুয়েল
গাইবান্ধা প্রতিনিধি:
গাইবান্ধার পলাশবাড়ীতে এসএসসিতে ফেল করায় লাবণ্য আক্তারর নামে এক শিক্ষার্থী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
বৃহস্পতিবার (১০ জুলাই) বিকেলে পৌরশহরের নূরপুর গ্রামে এ ঘটনা ঘটে।
লাবণ্য নূরপুর গ্রামের আশরাফুল ইসলামের মেয়ে। তিনি জেলা সাদুল্লাপুর উপজেলার কুঞ্জমহিপুর উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক।
লাবণ্য পলাশবাড়ী পিয়ারি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী।
স্থানীয়রা জানান, আজ এসএসসির ফলাফল প্রকাশের পর এক বিষয়ে ফেল করার বিষয়টি নিশ্চিত হয়। এতে লাবণ্য মানসিক ভাবে ভেঙে পড়ে। একপর্যায়ে দুপুরে সকলের অজান্তে নিজ ঘরে গলায় ওড়না দিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করে ।
বিকেলে বিষয়টি নিশ্চিত করে পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী ভুট্টু জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পুলিশ তদন্ত করছে বিষয়টি।