মোঃ মোমিন খান, আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি ঃ
বগুড়ার আদমদীঘিতে বিষাক্ত গ্যাস ট্যাবলেট খেয়ে হাছেন আলী প্রামানিক (৬০) নামের এক ব্যক্তি আত্মহত্যা করেছে। সে আদমদীঘি উপজেলার চাঁপাপুর ইউপির সিঙ্গাহার গ্রামের মৃত তমেজ আলীর ছেলে। গত রোববার সন্ধ্যায় হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যায়। এ ঘটনায় আদমদীঘি থানায় একটি ইউডি মামলা হয়েছে।
নিহতের ছেলে আসলাম প্রামানিক জানায়, তার বাবা হাছেন আলী প্রায় ১০ বছর যাবত ডায়াবেটিক প্যারালাইসিসসহ বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন। গত রোববার বিকেলে সকলের অজান্তে বিষাক্ত গ্যাসবড়ি সেবন করে ছটফট করতে লাগলে পরিবারের লোকজন জানতে পেরে সন্ধ্যায় নওগাঁ সদর হাসপাতালে নেয়ার পথে মারা যায়। থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুর রাজ্জাক জানায়, গতকাল সোমবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করে বাদি না থাকায় লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।