নিজেস্ব প্রতিবেদক: ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি কলেজে ছাত্রলীগ ও ছাত্রশিবির মধ্যে সংঘর্ষে আহত ২০।
সাম্প্রতিক রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ ও ছাত্রশিবির মধ্যে সংঘর্ষ ঘটনার জের ধরে গতকাল বিকাল থেকে গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি কলেজে ছাত্রলীগ ও ছাত্রশিবির কর্মীদের মধ্যে উত্তেজনা বিরাজ করে।
এ ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার (৭ই মার্চ) দুপুরে ক্যাম্পাস প্রাঙ্গণে ছাত্রলীগ ও ছাত্রশিবির কর্মীদের মধ্যে কথা-কাটাকাটি জের ধরে আহত ছাত্রশিবির ২০ কর্মী এবং ৩ কর্মীকে আটক করে বেধারক মারধর করে ছাত্রলীগের সন্ত্রাসী বাহিনী।
এতে গুরুতর আহত অবস্থায় সিলেট জিএম ওসমানী মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়েছে ছাত্র শিবিরে ছাতক উপজেলা পূর্ব সাথী শাখার সভাপতি মোঃ আনছার আলী, অলিউর রহমান, রাহাত আহমদ।
এদিকে সন্ত্রাসীদের নৃশংস হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ এবং অপরাধীদের দ্রুত গ্রেফতার ও শাস্তি দাবি জানিয়েছেন ছাত্রশিবিরে নেতাকর্মীরা।