মো: মোমিন খান,স্টাফ রিপোর্টার (বগুড়া):
আদমদীঘির সান্তাহারে আড়াই কেজি গাঁজাসহ আব্দুর রহিম ওরফে ঘুটু (৩০) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ফাঁড়ি পুলিশ।
গতকাল শুক্রবার (২২ সেপ্টেম্বর) দিবাগত রাতে উপজেলার সান্তাহার পৌরসভার ইয়ার্ড কলোনী এলাকায় রাস্তার উপর থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আব্দুর রহিম ওরফে ঘুটু আদমদীঘির সান্তাহার ইয়ার্ড কলোনীর সেকেন্দার আলীর ছেলে। এ ব্যপারে আদমদীঘি থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা হয়েছে।
সান্তাহার পুলিশ ফাঁড়ির ইনর্চাজ পুলিশ পরির্দশক আলমাস আলী সরকার জানান, শুক্রবার দিবাগত রাত সাড়ে ৪ টার দিকে আদমদীঘির সান্তাহার পৌরসভার ইয়ার্ড কলোনী এলাকায় ওয়াহেদ বক্স মিলনায়তনের সামনে পাকা রাস্তার উপর দুই ব্যক্তি বিপুল মাদক নিজ হেফাজতে রাখিয়া ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করিতেছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে ফাঁড়ির উপ-পরির্দশক রকিব হোসেন সঙ্গীয় ফোর্স-সহ উল্লেখিত স্থানে অভিযান চালিয়ে আব্দুর রহিম ওরফে ঘুটু নামের একজন কে আটক করে তল্লাশী করা হলে তার কাছে থাকা একটি স্কুল ব্যাগের ভিতর থেকে সাদা কসটেপ দ্বারা মোড়ানো আড়াই কেজি শুকনো গাঁজা উদ্ধার করা হয়।