IHCDC এর শুভ যাত্রা,সভাপতি গোলাম রাব্বানী, সম্পাদক জোবায়ের

নিউজ নিউজ

এডিটর

প্রকাশিত: ১০:৪৫ অপরাহ্ণ, নভেম্বর ১৭, ২০১৯

ঢাবি প্রতিনিধি :
“চল প্রশ্ন করি, যৌক্তিক উত্তর খুঁজি ” এই স্লোগানকে সামনে রেখে ইসলামিক হিস্ট্রি এন্ড কালচার ডিবেটিং ক্লাবের যাত্রা শুরু হলো। ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভেগের সোসাইটি ইন চার্জ ও সহযোগী অধ্যাপক জনাব মাহমুদুর রহমান তিন সদস্যের আহবায়ক কমিটির উপর ডিবেটিং ক্লাবের সদস্য সংগ্রহ ও প্রস্তাবিত কমিটি গঠনের দায়িত্ব প্রদান করেন।
১৭ নভেম্বর রোজ রবিবার বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোঃ আতাউর রহমান মিয়াজী প্রস্তাবিত কমিটি অনুমোদন করেন।

নবগঠিত কমিটির সভাপতি গোলাম রাব্বানী ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র এবং শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের আবাসিক শিক্ষার্থী এবং সাধারণ সম্পাদক জোবায়ের আহমেদ অত্র বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী।
কমিটির সভাপতি গোলাম রাব্বানী বলেন, ” এই ক্লাবের মাধ্যমে মুক্ত বুদ্ধির চর্চা ও শিক্ষার্থীদের যৌক্তিক মানস গঠনে আমরা সর্বাত্মক চেষ্টা করব”।