ঢাকাবৃহস্পতিবার , ২৫ এপ্রিল ২০২৪
  1. সর্বশেষ

ছাতকে থানা পুলিশের উদ্যোগে নৌ-পথে চাঁদাবাজী বন্ধে এক মতবিনিময় সভা

প্রতিবেদক
নিউজ ভিশন
২৮ ফেব্রুয়ারি ২০২১, ৮:১০ অপরাহ্ণ

Link Copied!

স্টাফ রিপোর্টার:
ছাতকে থানা পুলিশের উদ্যোগে নৌ-পথে চাঁদাবাজী বন্ধে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকেলে ছাতক থানা প্রাঙ্গনে অনুষ্ঠিত মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সুনামগঞ্জের সহকারী সিনিয়র পুলিশ সুপার, ছাতক সার্কেল বিল্লাল হোসেন।

ছাতক থানার অফিসার ইনচার্জ শেখ নাজিম উদ্দিনের সভাপতিত্বে ও থানার সেকেন্ড অফিসার এসআই হাবিবুর রহমান বিপিএম এর পরিচালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ছাতক থানার ওসি(তদন্ত) মিজানুর রহমান। বক্তব্য রাখেন, সাংবাদিক শাহ আখতারুজ্জামান, ছাতক অনলাইন প্রেসক্লাব সভাপতি সাকির আমিন, পৌর কাউন্সিলর শফিকুল হক, ব্যবসায়ী হাজী নজরুল ইসলাম, নৌ-পরিবহন মালিক সমিতির সভাপতি নজরুল ইসলাম চৌধুরী, সাধারন সম্পাদক সালেহ আহমদ, ছাতক বাজার একতা বালু উত্তালন ও সরবরাহকারী ব্যবসায়ী সমবায় সমিতির সদস্য মিজানুর রহমান চৌধুরী, খালেদ মিয়া, ব্যবসায়ী আবু সাইদ, শাহীন আহমদ প্রমুখ।

সভায় প্রধান অতিথির বক্তব্যে সহকারী সিনিয়র পুলিশ সুপার বিল্লাল হোসেন বলেন, গত এক বছরে নৌ-চাঁদাবাজদের বিরুদ্ধে ছাতক থানায় ১২টি মামলা রুজু করা হয়েছে। এর মধ্যে ২টি মামলা দ্রুত বিচার আইনে নেয়া হয়েছে। এখন থেকে দ্রুত বিচারের স্বার্থে চাঁদাবাজদের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা নেয়া হবে। তিনি বলেন, নৌ-চাঁদাবাজদের বিরুদ্ধে সুনির্দৃষ্ট অভিযোগ দেন মামলা নেয়ার দায়িত্ব পুলিশের। তিনি হাদা টিলায় অবৈধভাবে পাথর উত্তোলন বন্ধে কঠোর ব্যবস্থা নেয়ার জন্য থানার ওসিকে নির্দেশ দেন। অপরাধ কর্মকান্ড নিয়ন্ত্রনে আনতে তিনি সকলের সহযাগিতা কামনা করেছেন। এ সময় নৌ-পুলিশের ইনচার্জ এসআই সাইফুল ইসলাম, পৌর কাউন্সিলর ইরাজ মিয়া, ব্যবসায়ী লিট ুমিয়া, রাসেল মাহমুদ, ছাতক বাজার একতা বালু উত্তালন ও সরবরাহকারী ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি বাবলু হোসেন সাহেদ, সাধারন সম্পাদক খলিলুর রহমান, অর্থ সম্পাদক আব্দুর রহমান, ব্যবসায়ী খাইরুল বশর, মুরাদ আলী, মামুন মিয়া, জিল্লুল হক, রশিদ আলীসহ ব্যবসায়ীবৃন্দ উপস্থিত ছিলেন।

92 Views

আরও পড়ুন

BIIHR ও অ্যারিজোনা স্টেট ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত: নেতৃত্বে জবি শিক্ষার্থী ফয়সাল

পেকুয়ায় বনবিভাগকে ফাঁসাতে গভীর ষড়যন্ত্রে নেমেছেন বনদস্যুরা

পেকুয়ায় বনবিভাগকে ফাঁসাতে গভীর ষড়যন্ত্রে নেমেছেন বনদস্যুরা

কুতুব‌দিয়ার ইউ‌পি চেয়ারম্যান আজমগীর কারাগা‌রে

দোয়ারাবাজারে শিশু হত্যা মামলার আসামিসহ দুই ইয়াবা কারবারি গ্রেফতার

দীর্ঘ ৮ ঘন্টায় সিরাজগঞ্জ এক্সপ্রেস এর ঢাকায় ফেরা নিয়ে যাত্রীদের ক্ষোভ

এবার কুবির আরেক সহকারী প্রক্টরের পদত্যাগ

নাগরপুরে বীর মুক্তিযোদ্ধা আলমগীর হোসেন আলো এর দাফন সম্পন্ন

দোয়ারাবাজারে বালিউড়া বাজার ব্যবসায়ী কমিটির নির্বাচন সম্পন্ন

যৌথ-বাহিনীর কেএনএফ বিরোধী অভিযান বন্ধের দাবীতে রাঙামাটিতে ইউপিডিএফ’র অবরোধের ডাক

রাজশাহীতে আদালতে যাওয়ার পথে প্রতিপক্ষের হামলায় আহত দুই বোন

রামুতে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের বাৎসরিক অগ্রগতি অবহিতকরন ও শিখন সভা সম্পন্ন।

হকনগর পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির সভাপতি আনোয়ার ভুইয়া, কোষাধ্যক্ষ আলম মিয়া