ঢাকামঙ্গলবার , ১৬ এপ্রিল ২০২৪
  1. সর্বশেষ
  2. সারা বাংলা

আদমদীঘির কয়াকুঞ্চি-চকবাড়িয়া কাঁচা সড়ক স্বাধীনতার ৪৮ বছরেও পাকাকরন করা হয়নি

প্রতিবেদক
নিউজ এডিটর
৫ ফেব্রুয়ারি ২০২০, ২:০৮ পূর্বাহ্ণ

Link Copied!

মোঃ মোমিন খান,আদমদীঘি(বগুড়া)প্রতিনিধি ঃ

বগুড়ার আদমদীঘির প্রত্যন্ত অঞ্চল চাঁপাপুরের কয়াকঞ্চি দুধিয়া ও দক্ষিন গোবিন্দপুর হয়ে চকবাড়িয়া পর্যন্ত কাঁচা সড়কটি অদ্যবধি পর্যন্ত পাকাকরণ করা হয়নি। স্বাধীনতার ৪৮ বছর পর হতে মাত্র একবার মাটি কেটে সংস্কার করা হলেও অবহেলিত রয়েছে এই গ্রামীন মেঠোপথের কাঁচা সড়কটি। নির্বাচনের আগে জনপ্রতিনিধিরা এই জনগুরুত্বপূর্ন সড়কটি পাকা করনের আশ্বাস দিলেও পরে আর কথা রাখেন না বলে স্থানীয়দের অভিযোগ। বর্তমানে এই কাঁচা সড়কে চলাচলে সীমাহিন দূর্ভোগ পোহাতে হচ্ছে।
স্থানীয়রা জানান, আদমদীঘি উপজেলার চাঁপাপুর ইউনিয়নের প্রত্যন্ত অঞ্চলের কয়াকুঞ্চি দুধিয়া ও দক্ষিন গোবিন্দপুর হয়ে চকবাড়িয়া ও চয়নের মোড় পর্যন্ত প্রায় ৬ কিলোমিটার সড়কটি স্বাধীনতার পর স্থানীয়রা সেচ্ছাশ্রমের মাধ্যমে কাঁচা সড়ক নির্মান করে জনসাধারনের চলাচলের ব্যবস্থা করেন। চকবাড়িয়া, দক্ষিন গোবিন্দপুর, দুধিয়া, তালিমপুরসহ প্রায় ১০টি গ্রামের লোকজন ও স্কুল কলেজের শিক্ষার্থীদের রাজধানী ঢাকা, জেলা. উপজেলা সদরসহ দেশের বিভিন্ন স্থানে যাতায়াতের একমাত্র মাধ্যম এই কাঁচা সড়কটি। বর্ষা মৌসুমে সড়কে কাদামাটি ও খরা মৌসুমে ধুলাবালিতে সয়লাব হয়ে পথচারীদের চলাচলে চরম দূর্ভোগ পোহাতে হয়। এলাকাবাসি মনজুরুল হক মাস্টার , আবেদ আলী মাস্টার, মোমিন খান, রবিউল ইসলাম, হামিদুল হকসহ অনেকের অভিযোগ, সড়কটি পাকা করনের জন্য জনপ্রতিনিধিসহ বিভিন্ন দপ্তরে আবেদন করা হলেও এদিকে কারোই নজর পড়েনা। তারা জানায়, নির্বাচন এলেই প্রার্থীরা অবহেলিত এই সড়কটি পাকা করনের আশ্বাস দিয়ে নির্বাচিত হওয়ার পর আর তাদের দেখা মিলেনা। উপজেলার বিভিন্ন এলাকায় রাস্তাঘাটের উন্নয়ন হলেও স্বাধীনতার পর অদ্যবধি এই জনগুরুত্বপূর্ন কয়াকুঞ্চি, দুধিয়া, দক্ষিন গোবিন্দপুর হয়ে চকবাড়িয়া ও চয়নের মোড় পর্যন্ত কাঁচা সড়কটি পাকা করনের ব্যবস্থা হয়নি। এলাকাবাসি অবিলম্বে সড়কটি পাকা করনের দাবী জানান। উপজেলা প্রকৌশলী আব্দুল মতিন জানান, সড়কটি তদন্তপূর্বক ব্যবস্থা নেয়া হবে।

95 Views

আরও পড়ুন

শার্শায় প্রশাসনের আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন

নাগরপুরে নাবিক সাব্বিরের মুক্তির খবর শুনে তার পরিবারে খুশির বন্যা বইছে।

নাইক্ষ্যংছড়িতে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ পালিত

ঈদসংখ্যার গুরুত্ব কি হারিয়ে যাচ্ছে?

যদুনাথ রি-ইউনিয়ন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

টাঙ্গাইলের নাগরপুরে ৫ দিনব্যাপী ক্ষুদ্র কুটির শিল্প ও বৈশাখী মেলার শুভ উদ্বোধন

বৈশাখ নিয়ে স্বপ্ন দেখা মৃৎশিল্পীরা, এখন অস্তিত্ব টিকিয়ে রাখার সংগ্রামে

হজ্বের প্যাকেজে টাকা কমানোই এবছর সর্বোচ্চ ৮৪ হাজার হাজি হজ্বব্রত পালন করবেন- শেরপুরে ধর্মমন্ত্রী

ঈদের ছুটিতে পর্যটকে মুখরিত গজনী অবকাশ

পত্নীতলায় গাঁজাসহ আটক-২

দোয়ারাবাজারে গরুর ধান খাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষে একজন নিহত

চট্টগ্রামে এস আলম এডিবল অয়েল মিলে আগুন