হেডকোয়ার্টার্স ডিভিশন এর সুচিন্তিত পরিকল্পনা ও দক্ষ ব্যবস্থাপনায় যেসব ক্ষেত্রে সফলতা এসেছে তা হলো: অফিসার ও ফোর্সের কল্যাণে প্রতি মাসে কল্যাণ সভার আয়োজন, চিকিৎসা সেবা, পোশাক সামগ্রী, লজিস্টিকস, যানবাহন ও জ¦ালানী, মানসম্মত রেশন সামগ্রী, ক্রীড়া সামগ্রী নিশ্চিত, খেলা-ধুলা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন, আরপিএমপি’র যাবতীয় প্রশাসনিক কার্যক্রম যেমন- বদলী, ছুটি, পদোন্নতি, টাইম স্কেল, উচ্চতর স্কেল প্রদান, প্রকিউরমেন্ট, মেরামত ও সংস্কার, APA চুক্তি সম্পাদন ও বাস্তবায়ন। ‘পুলিশ ট্রেনিং স্কুল’ চালু ও আধুনিক যন্ত্রপাতি দিয়ে ডিজিটালাইজড করা এবং প্রশিক্ষণের আয়োজন করে প্রশিক্ষণার্থীদের দক্ষতা বৃদ্ধি করা, সকল থানা ও কোর্টে নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী হেল্পডেস্ক প্রস্তুত ও জনবল পদায়ন। করোনা ভাইরাস সংক্রমণকালে পুলিশ ও নন-পুলিশ সদস্যদের প্রয়োজনীয় মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার, ফেস শিল্ড, হ্যান্ড গøাভস, সাবান, ঔষধ সরবরাহ, সামাজিক দূরত্ব নিশ্চিত করে করোনা সংক্রমণ প্রতিরোধে পুলিশ লাইন্স ব্যতীত শিরিন পার্ক ও শিমুলবাগ কমিউনিটি সেন্টার ভাড়ায় গ্রহণ করে অফিসার ও ফোর্সদের বিভাজন করে নিরাপদ রাখা, করোনায় আক্রান্তদের কোয়ারেন্টাইনে রেখে প্রয়োজনীয় ঔষধ ও চিকিৎসা সেবা নিশ্চিত, রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে প্লাজমা দানের জন্য ১৬ জন পুলিশ সদস্যকে প্রেরণ, শতভাগ আরপিএমপি পুলিশ সদস্যদের করোনা ভ্যাক্সিন গ্রহণ নিশ্চিত করা। পুলিশ লাইন্সে আধুনিক ডাইনিং হল নির্মাণ, সকল ইউনিটকে সিসি ক্যামেরা তথা Web Base Network-এ আনয়ন, মোটরযান শাখা আধুনিকায়ন, এপিসি, ওয়াটার ক্যানন, এ্যাম্বুলেন্স, ফোর্স বহনকারী বাস, রেকার ও অন্যান্য যানবাহনসহ প্রয়োজনীয় সকল যানবাহনের সংকুলান এবং হেডকোয়ার্টার্স ডিভিশনের দক্ষ ব্যবস্থাপনা ও অর্থায়নে মোটরযান শাখায় নতুন ০৮ টি গাড়ি সংযোজন। আরপিএমপির ওয়েবসাইট মেইনটেইনেন্স ও আপডেট। ‘মুক্তিযুদ্ধের স্মৃতিকথা’ গ্রন্থের প্রকাশ, প্রচার ও মোড়ক উন্মোচন, কমিউনিটি পুলিশিং রংপুর মেট্রোপলিটন কমিটি ২০২০-২০২১ গঠন, অভিষেক অনুষ্ঠান ও বিশিষ্টজনদের সম্মাননা ক্রেস্ট প্রদান, মুজিবশতবর্ষ উপলক্ষে ব্যাডমিন্টন টুর্নামেন্ট, পুরস্কার বিতরণ এবং সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন। ‘মানবতার বন্ধনে রংপুর’ এর বার্ষিক সাধারণ সভা (এজিএম) সুষ্ঠু ও সফলভাবে আয়োজন, বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক দিবসে ইভেন্ট ম্যানেজমেন্ট, আরপিএমপি লাইব্রেরী প্রতিষ্ঠা ও একটি সু-সজ্জিত আরপিএমপি ব্যান্ড দল গঠন।
গাড়ীতে ‘রংপুর মেট্রো-০০-০০০০ রেজিস্ট্রেশন’ লিখিত নম্বর সংযোজনের উদ্যোগ গ্রহণ। রংপুর মেট্রোপলিটন পুলিশের অধিক্ষেত্র ৩৩ টি ওয়ার্ড ও ২ টি ইউনিয়ন (৬ টি থানা) ৫৫ টি বিটে ভাগ করে প্রতিটি বিটে জনবল পদায়নসহ প্রয়োজনীয় লজিস্টিকস প্রদান। প্রয়োজনীয় স্থাপনা ও লজিস্টিক সাপোর্ট প্রদান করে রংপুর বিভাগে সর্বপ্রথম কমিউনিটি ব্যাংক এর বুথ চালুকরণ। রংপুর মেট্রোপলিটন পুলিশের জন্ম ইতিহাস ভবিষ্যত প্রজন্মের কাছে তুলে ধরার লক্ষ্যে প্রয়োজনীয় তথ্য-উপাত্ত ও উপকরণ হেডকোয়ার্টার্স ডিভিশন কর্তৃক সরবরাহের মাধ্যমে একটি দৃষ্টি নন্দন আর্কাইভ প্রতিষ্ঠা করা হয়েছে।
মহানগরীর আইন শৃঙ্খলা রক্ষায় চলমান কার্যক্রম জোরদারকরণ ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনার যুগোপযোগী বাস্তবায়নের মাধ্যমে রংপুর মেট্রোপলিটন পুলিশ সরকারের ভিশন-২০২১ এবং ভিশন-২০৪১ বাস্তবায়নের অদম্য ও প্রতিশ্রæতিশীল অংশীদার। “মুজিববর্ষের অঙ্গীকার পুলিশ হবে জনতার” এই প্রতিপাদ্যকে ধারণ করে রংপুর মেট্রোপলিটন পুলিশ মহানগরীর সকল স্তরের জনগণকে নিয়ে কাজ করতে অঙ্গীকারাবদ্ধ। স্বাধীনতার সুফল জনগণের কাছে পৌঁছে দেয়ার লক্ষ্যবাস্তবায়নে আপনাদের সহযোগিতা একান্ত কাম্য।