রংপুর ব্যুরো:
রংপুরের মিঠাপুকুরে যুমনেশ্বরী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করায় হাফিজুর রহমান নামে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
(১২ সেপ্টেম্বর) রবিবার দুপুরে মিঠাপুকুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহমুদ হাসান মৃধা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই জরিমানা করেন।
জানা গেছে, মিঠাপুকুর উপজেলার সীমানা ঘেঁষা যুমনেশ্বরী নদীতে কিছুদিন ধরে খননযন্ত্র দিয়ে কয়েকজন ব্যক্তি অবৈধভাবে বালু বালি উত্তোলন করছিলেন। পরে স্থানীয়রা বিষয়টি প্রশাসনকে অবহিত করলে রবিবার সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এসময় বালু উত্তোলনের সঙ্গে জড়িত হাফিজুর রহমানকে ৫০ হাজার টাকা জরিমানা করেন আদালত।
হাসান মৃধা বলেন, ‘একটি চক্র যমুনেশ্বরী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল। ’
রাফিউল ইসলাম রাব্বি / এনভি