রংপুর ব্যুরো:
রংপুর জেলার মিঠাপুকুর উপজেলায় অবৈধ করাতকলের বিরুদ্ধে অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে ১০টি করাতকল বন্ধ করে দেওয়া হয়েছে।
বুধবার (২০ এপ্রিল) দুপুরে মিঠাপুকুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহমুদ হাসান মৃধা এ অভিযান পরিচালনা করেন।
উপজেলার বালুয়া মাসিমপুর, চেংমারী ও ময়েনপুর ইউনিয়নে এ অভিযান পরিচালিত হয়। এসময় করাতকলের সরঞ্জামাদি জব্দ করা হয়।
মিঠাপুকুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহমুদ হাসান মৃধা জানান, “অবৈধ করাতকলের তালিকা তৈরি করা হয়েছে। পর্যায়ক্রমে সকল অবৈধ করাতকল বন্ধ করে দেয়া হবে। সংরক্ষিত বন রক্ষায় এই অভিযান অব্যাহত থাকবে।”
রাফিউল ইসলাম রাব্বি /এনভি