ঢাকাসোমবার , ১৮ নভেম্বর ২০২৪
  1. সর্বশেষ

তিস্তার চরে জমি সংক্রান্ত বিরোধে দুই পক্ষের সংঘর্ষে ইউপি সদস্যসহ নিহত ২

প্রতিবেদক
রংপুর ব্যুরো
৬ এপ্রিল ২০২১, ৯:৫০ অপরাহ্ণ

Link Copied!

রাফিউল ইসলাম (রাব্বি) রংপুর ব্যুরো:

রংপুরের গঙ্গাচড়া উপজেলার তিস্তার চরে জমি সংক্রান্ত বিরোধে দুই পক্ষের সংঘর্ষে আজিজুল ইসলাম নামে এক ইউপি সদস্যসহ দুইজন নিহত হয়েছেন। এতে উভয় পক্ষের ১০ জন আহত হয়েছেন। এদের মধ্যে গুরুতর আহতদের রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার (০৬ এপ্রিল) দুপুরে উপজেলার নোহালী ইউনিয়নের চর বাগডোহরা গ্রামে এ ঘটনা ঘটে। এতে সাবেক ইউপি সদস্য সাইফুল ইসলামের বড় ভাই রিয়াজুল ইসলাম (৫৭) ঘটনাস্থলে এবং গুরুতর আহত ইউপি সদস্য আজিজুল ইসলাম (৫৫) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

নোহালী ইউনিয়নের চেয়ারম্যান আবুল কালাম টিটুল বলেন, দীর্ঘদিন ধরে দুই পক্ষের মধ্যে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল। এর আগেও একবার মারামারির ঘটনা ঘটেছিল। মঙ্গলবার উভয়ের এই বিরোধ থেকে আবারও সংঘর্ষ বাঁধে। এতে গুরুতর আহত ইউপি সদস্য আজিজুল ইসলাম ও সাবেক ইউপি সদস্য সাইফুল ইসলামের বড় ভাই রিয়াজুল ইসলাম মারা যান।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নোহালী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আজিজুল ইসলামের সঙ্গে একই ওয়ার্ডের সাবেক সদস্য সাইফুল ইসলামের দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছে। এরই জের ধরে মঙ্গলবার বেলা ১টার দিকে উভয়ের মধ্যে বাগবিতণ্ডা থেকে মারামারির ঘটনা ঘটে। এ নিয়ে উভয় পক্ষের সংঘর্ষে সাবেক ইউপি সদস্য সাইফুলের বড় ভাই রিয়াজুল ইসলাম ঘটনাস্থলে মারা যায়। ঘটনাস্থল থেকে গুরুতর আহত ইউপি সদস্য আজিজুল ইসলামকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এছাড়া সংঘর্ষে আমেনা (১৮), হেলাল (৩৪), সেরাজুল (৩০), অজিপা (৫০), আবুল কালামসহ উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। এদের মধ্যে গুরুতর আহতদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের অনেকেই স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।

গঙ্গাচড়া মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুশান্ত কুমার সরকার বলেন, বর্তমানে ওই এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

56 Views

আরও পড়ুন

সড়ক দুর্ঘটনায় আহত ইসলামি বক্তা আব্দুল হাই মুহাম্মদ সাইফুল্লাহ

পাবনার হেমায়েতপুরে আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির দুই গ্রুপে সংঘর্ষ : নিহত ১

কাপাসিয়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির বিশাল শোভাযাত্রার আয়োজন

কাপাসিয়ায় ইসলাম শিক্ষা শিক্ষক পরিষদের উদ্যোগে সিরাতুন্নবী উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন

কক্সবাজারের ঈদগাহতে ফুলকুঁড়ি আসরের সুবর্ণজয়ন্তী উদযাপন

জবিস্থ শরীয়তপুর জেলা ছাত্রকল্যাণের নেতৃত্বে সৌরভ – মনির

কাপাসিয়া প্রেসক্লাবের কারা নির্যাতিত সাধারণ সম্পাদক অধ্যাপক শামসুল হুদা লিটনকে সংবর্ধনা ও ফুলেল শুভেচ্ছা

দেশকে ফ্যাসিবাদমুক্ত করতে জাতীয় ঐক্যমত্যের বিকল্প নেই–মিয়া গোলাম পরওয়ার

রাঙামাটির কাপ্তাই লেকে সাঁতার প্রতিযোগিতা সাড়ে ১৩ কিলোমিটার পথ পাড়ি দেবে

কাপাসিয়ায় সাংবাদিকদের সাথে বিএনপি নেতৃবৃন্দের মতবিনিময়

সরিষাবাড়ীতে ছাত্র ইউনিয়নের কাউন্সিলে হামলা, ডেইলি স্টারের সাংবাদিক আহত

লোহাগাড়ায় সেনা অভিযানে ২ জনের কাছে মিললো চোলাইমদ,গাঁজা, ও দেশীয় অস্ত্র