ঢাকারবিবার , ১৭ নভেম্বর ২০২৪
  1. সর্বশেষ
  2. রাজনীতি

রংপুরে ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকীতে অন্যরকম বিএনপি

প্রতিবেদক
নিউজ ভিশন
১ সেপ্টেম্বর ২০২১, ১০:০৮ অপরাহ্ণ

Link Copied!

রংপুর ব্যুরো:

রংপুরে বিএনপির কর্মসূচি মানে দলীয় কার্যালয়ে সীমাবন্ধ। কিন্তু এবার বদলে গেল সেই চিত্র। দলীয় কার্যালয় ছেড়ে রাজপথে দেখা গেল বিএনপিকে। তাও আবার সাত-আট বছর পর। দলীয় নেতারা বলছেন, প্রায় ৫ বছর পর দলের প্রতিষ্ঠাবার্ষিকীর দিনে নগরীর প্রধান সড়কে বিক্ষোভ করলেন তারা। এতে অংশ নেওয়া নেতা-কর্মীরা বেশ উজ্জীবিত ছিলেন।

বুধবার (১ সেপ্টেম্বর) বিকেলে ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মিছিলসহ বিভিন্ন কর্মসূচি পালন করে মহানগর ও জেলা বিএনপিসহ অঙ্গ সহযোগী সংগঠনগুলো। রংপুর মহানগর বিএনপি বিকেলে নগরীর গ্রান্ড হোটেল মোড়স্থ দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল আয়োজন করে।

এতে বক্তৃতা দেন মহানগর বিএনপির সভাপতি (ভারপ্রাপ্ত) সামসুজ্জামান সামু, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম মিজু, সহসভাপতি সুলতান আলম বুলবুল, মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক রেজেকা সুলতানা ফেন্সি, মহানগর যুবদলের সভাপতি মাহফুজ উন নবী ডন, মহানগর ছাত্রদলের সভাপতি নুর হাসান সুমন প্রমুখ।

এর আগে দুপুরে পুলিশি-ভীতি উপেক্ষা করে পৃথক দুটি বিক্ষোভ মিছিল নিয়ে নগরীর প্রধান সড়ক প্রদক্ষিণ করেন নেতাকর্মীরা। জেলা বিএনপির সাধারণ সম্পাদক রইচ আহমেদের নেতৃত্বে নগরীর পায়রা চত্বর থেকে বের হওয়া মিছিলটি জাহাজ কোম্পানি মোড়, প্রেস ক্লাব, দাবানল মোড় হয়ে দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়।

এর পর জেলা যুবদলের সভাপতি নাজমুল আলম নাজুর নেতৃত্বে আরেকটি বিক্ষোভ মিছিল দলীয় কার্যালয়ে প্রবেশ করে। এতে বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন। এছাড়াও বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠন খণ্ড খণ্ড মিছিল নিয়ে কার্যালয়ে আসেন। এসব মিছিল থেকে সরকারবিরোধী বিভিন্ন স্লোগানের পাশাপাশি জেল-জুলুম, মামলা-হামলা বন্ধের দাবি জানানো হয়।

এদিকে দীর্ঘ ৭ থেকে ৮ বছর পর প্রতিষ্ঠাবার্ষিকীর দিনে রাজপথে মিছিল করতে পারায় খুশি বিএনপির নেতাকর্মীরা। এজন্য পুলিশ বাহিনীর প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেছেন অনেকে। দীর্ঘদিন পর রাজপথে বিএনপির মিছিল দেখে পথচারীসহ সড়কের দুপাশের দোকানিরাও হতভম্ব হন। তবে উচ্ছ্বসিত ছিল দলের নেতাকর্মী ও সমর্থকরা।

দীর্ঘ অর্ধযুগ পর মিছিল নিয়ে সড়ক প্রদক্ষিণ প্রসঙ্গে জেলা যুবদল সভাপতি নাজমুল আলম নাজু বলেন, আমরা সবসময়ে চেষ্টা করেছি রাজপথে থাকতে। কিন্তু পুলিশ বাধাসহ জেল-জুলুম, মামলা-হয়রানির কারণে হয়নি। যখনই কার্যালয় থেকে মিছিল নিয়ে বের হয়ে প্রধান সড়কে ওঠার চেষ্টা করেছি, তখনই পুলিশ আটকে দিতেন।

এবার যেকোনো মূল্যে সড়কে মিছিল করার জন্য প্রতিজ্ঞতা করেছিলাম। দলীয় নেতাকর্মীদের সাহসিকতায় আমরা সাত-আট বছর পর হলেও মিছিল করেছি। আগামী দিনেও এভাবে বিএনপি সড়কে থেকে আন্দোলন সংগ্রাম করবেন বলেও জানান তিনি।

নিউজ ভিশন ডেস্ক / রাফিউল ইসরাম রাব্বি

63 Views

আরও পড়ুন

কাপাসিয়ায় ইসলাম শিক্ষা শিক্ষক পরিষদের উদ্যোগে সিরাতুন্নবী উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন

কক্সবাজারের ঈদগাহতে ফুলকুঁড়ি আসরের সুবর্ণজয়ন্তী উদযাপন

জবিস্থ শরীয়তপুর জেলা ছাত্রকল্যাণের নেতৃত্বে সৌরভ – মনির

কাপাসিয়া প্রেসক্লাবের কারা নির্যাতিত সাধারণ সম্পাদক অধ্যাপক শামসুল হুদা লিটনকে সংবর্ধনা ও ফুলেল শুভেচ্ছা

দেশকে ফ্যাসিবাদমুক্ত করতে জাতীয় ঐক্যমত্যের বিকল্প নেই–মিয়া গোলাম পরওয়ার

রাঙামাটির কাপ্তাই লেকে সাঁতার প্রতিযোগিতা সাড়ে ১৩ কিলোমিটার পথ পাড়ি দেবে

কাপাসিয়ায় সাংবাদিকদের সাথে বিএনপি নেতৃবৃন্দের মতবিনিময়

সরিষাবাড়ীতে ছাত্র ইউনিয়নের কাউন্সিলে হামলা, ডেইলি স্টারের সাংবাদিক আহত

লোহাগাড়ায় সেনা অভিযানে ২ জনের কাছে মিললো চোলাইমদ,গাঁজা, ও দেশীয় অস্ত্র

নাগরপুরে বিডি ক্লিন স্বেচ্ছাসেবী সংগঠনের পুকুর পরিষ্কার অভিযান

লোহাগাড়ায় ছাত্রদল নেতা ফজলুর নেতৃত্বে শেখ হাসিনা ও তার দোসরদের বিচার ও ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

কক্সবাজার জেলা জামায়াতের নতুন মজলিসে শূরা ও কর্মপরিষদ গঠিত