রংপুর ব্যুরো:
রংপুরে বিএনপির কর্মসূচি মানে দলীয় কার্যালয়ে সীমাবন্ধ। কিন্তু এবার বদলে গেল সেই চিত্র। দলীয় কার্যালয় ছেড়ে রাজপথে দেখা গেল বিএনপিকে। তাও আবার সাত-আট বছর পর। দলীয় নেতারা বলছেন, প্রায় ৫ বছর পর দলের প্রতিষ্ঠাবার্ষিকীর দিনে নগরীর প্রধান সড়কে বিক্ষোভ করলেন তারা। এতে অংশ নেওয়া নেতা-কর্মীরা বেশ উজ্জীবিত ছিলেন।
বুধবার (১ সেপ্টেম্বর) বিকেলে ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মিছিলসহ বিভিন্ন কর্মসূচি পালন করে মহানগর ও জেলা বিএনপিসহ অঙ্গ সহযোগী সংগঠনগুলো। রংপুর মহানগর বিএনপি বিকেলে নগরীর গ্রান্ড হোটেল মোড়স্থ দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল আয়োজন করে।
এতে বক্তৃতা দেন মহানগর বিএনপির সভাপতি (ভারপ্রাপ্ত) সামসুজ্জামান সামু, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম মিজু, সহসভাপতি সুলতান আলম বুলবুল, মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক রেজেকা সুলতানা ফেন্সি, মহানগর যুবদলের সভাপতি মাহফুজ উন নবী ডন, মহানগর ছাত্রদলের সভাপতি নুর হাসান সুমন প্রমুখ।
এর আগে দুপুরে পুলিশি-ভীতি উপেক্ষা করে পৃথক দুটি বিক্ষোভ মিছিল নিয়ে নগরীর প্রধান সড়ক প্রদক্ষিণ করেন নেতাকর্মীরা। জেলা বিএনপির সাধারণ সম্পাদক রইচ আহমেদের নেতৃত্বে নগরীর পায়রা চত্বর থেকে বের হওয়া মিছিলটি জাহাজ কোম্পানি মোড়, প্রেস ক্লাব, দাবানল মোড় হয়ে দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়।
এর পর জেলা যুবদলের সভাপতি নাজমুল আলম নাজুর নেতৃত্বে আরেকটি বিক্ষোভ মিছিল দলীয় কার্যালয়ে প্রবেশ করে। এতে বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন। এছাড়াও বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠন খণ্ড খণ্ড মিছিল নিয়ে কার্যালয়ে আসেন। এসব মিছিল থেকে সরকারবিরোধী বিভিন্ন স্লোগানের পাশাপাশি জেল-জুলুম, মামলা-হামলা বন্ধের দাবি জানানো হয়।
পরে দলীয় কার্যালয়ে আলোচনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক রইচ আহমেদ, সহসভাপতি মিজানুর রহমান রন্টু, যুগ্ম সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন সাহান, আনিছুর রহমান আনিছ, যুবদল কেন্দ্রীয় সহসাধারণ সম্পাদক ও জেলা যুবদল সভাপতি নাজমুল আলম নাজু প্রমুখ।
এদিকে দীর্ঘ ৭ থেকে ৮ বছর পর প্রতিষ্ঠাবার্ষিকীর দিনে রাজপথে মিছিল করতে পারায় খুশি বিএনপির নেতাকর্মীরা। এজন্য পুলিশ বাহিনীর প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেছেন অনেকে। দীর্ঘদিন পর রাজপথে বিএনপির মিছিল দেখে পথচারীসহ সড়কের দুপাশের দোকানিরাও হতভম্ব হন। তবে উচ্ছ্বসিত ছিল দলের নেতাকর্মী ও সমর্থকরা।
দীর্ঘ অর্ধযুগ পর মিছিল নিয়ে সড়ক প্রদক্ষিণ প্রসঙ্গে জেলা যুবদল সভাপতি নাজমুল আলম নাজু বলেন, আমরা সবসময়ে চেষ্টা করেছি রাজপথে থাকতে। কিন্তু পুলিশ বাধাসহ জেল-জুলুম, মামলা-হয়রানির কারণে হয়নি। যখনই কার্যালয় থেকে মিছিল নিয়ে বের হয়ে প্রধান সড়কে ওঠার চেষ্টা করেছি, তখনই পুলিশ আটকে দিতেন।
এবার যেকোনো মূল্যে সড়কে মিছিল করার জন্য প্রতিজ্ঞতা করেছিলাম। দলীয় নেতাকর্মীদের সাহসিকতায় আমরা সাত-আট বছর পর হলেও মিছিল করেছি। আগামী দিনেও এভাবে বিএনপি সড়কে থেকে আন্দোলন সংগ্রাম করবেন বলেও জানান তিনি।
নিউজ ভিশন ডেস্ক / রাফিউল ইসরাম রাব্বি