আধ্যাপক শামসুল হুদা লিটনঃ
প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব, কাপাসিয়ার কৃতি সন্তান ,বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ত্ব আশরাফুল আলম খোকন বাংলাদেশ আওয়ামী লীগের "তথ্য ও গবেষণা" উপ- কমিটির অন্যতম সদস্য মনোনীত হয়েছেন। এ ব্যাপারে ১৮ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার আশরাফুল আলম খোকন তাঁর নিজস্ব ফেসবুক আইডিতে দৃষ্টি আকর্ষণীয় একটি পোস্ট প্রদান করেন। আশরাফুল আলম খোকন তাঁর ফেসবুক পোস্টে লিখেন " পদ পদবি কখনোই আমাকে টানেনি। যারা আমার কাছের তারা সবাই কম বেশি এই বিষয়টি জানেন। তবে অনেকের, আবারো বলছি অনেকের অনেক কিছু হবার পিছনে কিঞ্চিত হলেও ভূমিকা রেখেছি। এমনকি ডেকে এনেও বিভিন্ন সেক্টরে যোগ্যতা অনুযায়ী বিভিন্ন জায়গায় বিভিন্নজনকে দায়িত্ব দেয়ার চেষ্টা করেছি। এটাতেই ছিল আমার আনন্দ। পদ পদবির চেয়ে কাজ করাতেই বেশি আনন্দ পাই। তবে আজ অনুভব করলাম, পদ পদবি অর্থাৎ স্বীকৃতি পাওয়াতেও একটা আনন্দ আছে। তা যত ক্ষুদ্রই হোকনা কেন। আবার সেটা যদি হয় কোনরকম চেষ্টা- তদবির কিংবা চাওয়া পাওয়া ছাড়া। তখন আনন্দের মাত্রাটা আরও বেশি হয়।
বাংলাদেশ আওয়ামী লীগের তথ্য ও গবেষণা উপকমিটির সদস্য মনোনীত করার বিষয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করে তিনি আরও লেখেন যে, ধন্যবাদ ও কৃতজ্ঞতা মাননীয় প্রধানমন্ত্রীও আওয়ামী লীগের সভাপতি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা, সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ও গবেষণা সম্পাদক ড.সেলিম মাহমুদ স্যার এর প্রতি আমাকে "তথ্য ও গবেষণা উপ-কমিটির সদস্য মনোনীত করায়। এ দিকে আশরাফুল আলম খোকন বাংলাদেশ আওয়ামী লীগের তথ্য ও গবেষণা উপকমিটির সদস্য মনোনীত হওয়ায় তাঁর জন্মভূমি কাপাসিয়ার তারাগজ্ঞ এলাকায় দলীয় লোকজন ও সাধারণ মানুষ ও সতীর্থদের মধ্যে আনন্দ বিরাজ করছে।
সম্পাদক ও প্রকাশক: রফিকুল ইসলাম
দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০