ঢাকামঙ্গলবার , ১ জুলাই ২০২৫
  1. সর্বশেষ

যাদুবিদ্যার জনক শফিউলের পথচলা

প্রতিবেদক
নিউজ এডিটর
১২ সেপ্টেম্বর ২০২২, ১২:৫৬ পূর্বাহ্ণ

Link Copied!

————

বিচিত্রধর্মী নানান হাস্যরসাত্নক ভিডিওর মাধ্যমে দর্শকদের বিনোদন দিয়ে যাচ্ছেন শফিউল আলম। সোশ্যাল মিডিয়ায় তিনি যাদুবিদ্যার জনক নামে সর্বাধিক পরিচিত। শফিউল “যাদুবিদ্যার ডেইলি ব্লগ” শিরোনামে ভিডিও বানিয়ে থাকেন।
তার এই শিরোনামের জন্য সবাই তাকে যাদুবিদ্যার জনক বলে থাকেন। তিনি নিছক মজার ছলে শিরোনামে যাদুবিদ্যার জনক শব্দটি ব্যবহার করেন।এর কোন বিশেষত্ব নেই।

তার ভিডিওতে সবচেয়ে বেশি প্রাধান্য পায় দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ঘটে যাওয়া বিভিন্ন মজার ঘটনাবলি। কয়েকদিন আগে তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে গিয়ে ডেইলি ব্লগ তৈরি করে বেশ সাড়া পেয়েছেন।
বিশ্ববিদ্যালয় জীবনে-হল লাইফ,ক্যাম্পাসে বন্ধুদের সাথে আড্ডা, ক্যাম্পাসে সুন্দর ও গুরুত্বপূর্ণ জায়গাগুলোকে তুলে ধরেন সাবলীল বাচনভঙ্গির মাধ্যমে।

শফিউল আলম বিনোদনধর্মী ভিডিও তৈরির পাশাপাশি সমাজের নানা অসঙ্গতি নিয়ে ভিডিও বানিয়ে থাকেন। তিনি ২০২০ সালের দিকে ভাঙা রাস্তা মেরামতের দাবিতে ভিডিও দিয়ে কন্টেন্ট ক্রিয়েশন জগতে যাত্রা।প্রতিবাদধর্মী ভিডিওর জন্য তাকে নানা সময় অপ্রীতিকর ঘটনার সম্মুখীন হতে হয়েছে। সবকিছুকে ছাড়িয়ে গিয়ে শফিউল আলম সোশ্যাল মিডিয়ায় অতি অল্প সময়ে তুমুল জনপ্রিয়তা অর্জন করেন। তার ফেসবুক পেইজে অনুসারীর সংখ্যা প্রায় দুই লাখ।

শফিউল আলমের জন্ম ২০০২ সালের নভেম্বর মাসে। কক্সবাজার, চকরিয়া’র কোনাখালীতে তার বেড়ে ওঠা। বর্তমানে তিনি শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিষয়ে চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত আছেন। তিনি মূলত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসকে ঘিরে যাদুবিদ্যার ডেইলি ব্লগ তৈরি করেন। ক্যাম্পাস জীবনে ঘটে যাওয়া বিষয়গুলো চমৎকারভাবে তুলে ধরেন শফিউল আলম। তার সহপাঠী, সিনিয়র, জুনিয়র থেকে শুরু করে সকলের প্রশংসায় পঞ্চমুখ তিনি।

শফিউল আলমের কন্টেন্ট ক্রিয়েশন নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা জানতে চাইলে তিনি বলেন –
কন্টেন্ট ক্রিয়েশন নিয়ে আমার অনেক বড় একটা স্বপ্ন আছে, সেটা আপাতত বলতে চাচ্ছি না। কিছুদিন আগে পেইজে মনিটাইজেশন পেয়েছি। এখন আপাতত লক্ষ্য মানুষকে বিনোদন দেওয়া পাশাপাশি নিজের পকেট খরচটা চালিয়ে নেওয়া। সবাই আমার জন্য দোয়া করবেন।

লেখাঃ হাসান মাহমুদ শুভ
কলামিস্ট ও ফিচার লেখক।
শিক্ষার্থী, ইন্টারন্যাশনাল মেডিক্যাল কলেজ, গাজীপুর।

653 Views

আরও পড়ুন

ঐতিহাসিক বটতলার হামদ নাতের আসর শেষে শিক্ষার্থীরা পেলেন বই

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ৭৬ কোটি ১০ লাখ টাকার বাজেট পাশ

মানসিক ভারসাম্যহীন যুবতী ধর্ষণের শিকার, এলাকায় উত্তেজনা

পটিয়ায় চাপড়া প্রাথমিক বিদ্যালয়ে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

চকরিয়া বমুবিলছড়িতে মৎস্যর সচেতনতা সভা ও ভিজিএফ বিতরণ

ওআইসিভুক্ত দেশগুলোকে ইসলামোফোবিয়ার বিরুদ্ধে বিশ্বব্যাপী সোচ্চার হতে হবে – যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ ভূইয়া

স্ক্যাবিস: এক নীরব মহামারী

দলীয় প্রধানরা লড়তে পারেন যেসব আসনে

দিয়ারা সেটেলমেন্ট পেশকারের প্রকাশ্যে ঘুস লেনদেনে নামে মাত্র বদলি জনমনে ক্ষোভ,
শীগ্রই প্রজ্ঞানন্দ ও আলমগীরের বিরুদ্ধে স্থায়ী ব্যবস্থা নেয়া হবে উপসচিব মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান

হকি খেলতে চীনে যাচ্ছেন শান্তিগঞ্জের নাদিরা তালুকদার ইমা

শেরপুরে ইউনাইটেড হাসপাতাল থেকে চুরি হওয়া নবজাতক উদ্ধার : আটক-১

শিক্ষার আলোকবর্তিকা মরহুম মোঃ আব্দুল মজিদের স্মরণসভা